Ajker Patrika

গবেষক ও লেখক এম. আর. মাহবুবের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

গবেষক ও লেখক এম. আর. মাহবুবের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক, ভাষা আন্দোলনের গবেষক ও লেখক এম. আর মাহবুবের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

এম. আর মাহবুব ১৯৬৯ সালে ১৫ অক্টোবর নরসিংদী জেলার চর আহম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা সিটি কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তাঁর কর্মজীবন শুরু হয় শিক্ষকতা ও সাংবাদিকতার মধ্যে দিয়ে। ছাত্র জীবন থেকেই তিনি ভাষা আন্দোলন সৈনিকদের সঙ্গে জড়িত থেকে ভাষা আন্দোলন নিয়ে গবেষণা করেছেন। তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজে নিয়োজিত ছিলেন। 

২০২০ সালের ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তিনি মারা যান। তাঁর স্ত্রী ও একমাত্র মেয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রী) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ভাষা আন্দোলন নিয়ে ৫৬টি বই লিখেছেন এম. আর. মাহবুব। তার মধ্যে সংবাদপত্রে ভাষা আন্দোলন ১৯৪৭-১৯৫৬, একুশের ডায়েরি, একুশের নেপথ্য কথা, আজিমপুরের ভাষা আন্দোলন, নরসিংদীর ভাষা আন্দোলন, একুশে যত প্রথম এবং যারা অমর ভাষাসংগ্রামী উল্লেখযোগ্য। তিন দশকেরও বেশি ধরে তিনি ভাষা আন্দোলনের ইতিহাস চর্চা ও শেকড় সন্ধানী গবেষণায় যুক্ত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত