নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর কাঁটাবনের এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনের আগুন নিয়ন্ত্রণে ৷ এই ঘটনায় একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। ভবনে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭ টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টা ৩০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।
আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি উল্লেখ করে মোহাম্মদ তাজুল বলেছেন, ৫ তলায় একটি কম্পিউটার দোকানে আগুন লাগে। ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন সেই ফ্লোরেই সীমাবদ্ধ ছিল। হতাহত নেই। ছয় জনকে সেই ফ্লোর থেকে উদ্ধার করা গেছে। আগুন লাগার পর ফায়ার স্টিংগার ছিল ব্যবহার হয়েছে। তবে ভবনে জরুরি নির্গমনপথ পর্যাপ্ত ছিল না।
অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি। ভবনটি আপাতত পুলিশের হেফাজতে আছে ৷ দোকান মালিক ও বাসিন্দাদের এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আজ রাতের মধ্যে বাসিন্দাদের ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আগুন লাগার পর থেকে রাত দশটা পর্যন্ত এলিফ্যান্ট রোডের এক লেনে যানচলাচল বন্ধ ছিল। এ সময় এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জনসাধারণ ও পথচারীদের তীব্র ভোগান্তিতে পোহাতে হয় এ কারণে ৷ তবে রাত দশটার পর থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে ৷
প্রত্যক্ষদর্শী ও ভবনের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন খুব বড় ছিল না। তবে ধোঁয়া ছিল। পাঁচতলায় সব দোকান। ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত আবাসিক ভবন। আবাসিক ভবনের বাসিন্দারা অনেকেই ভয় পেয়ে ওপরে উঠে যান। কেউ কেউ নিচে নেমে আসেন।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর কাঁটাবনের এলিফ্যান্ট রোডে শেলটেক কম্পিউটার সিটি ভবনের আগুন নিয়ন্ত্রণে ৷ এই ঘটনায় একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। ভবনে আটকা পড়া ছয়জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭ টায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসে রাত ৯টা ৩০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে নেওয়ার পর ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।
আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি উল্লেখ করে মোহাম্মদ তাজুল বলেছেন, ৫ তলায় একটি কম্পিউটার দোকানে আগুন লাগে। ৩-৪টি দোকান পুড়ে গেছে। আগুন সেই ফ্লোরেই সীমাবদ্ধ ছিল। হতাহত নেই। ছয় জনকে সেই ফ্লোর থেকে উদ্ধার করা গেছে। আগুন লাগার পর ফায়ার স্টিংগার ছিল ব্যবহার হয়েছে। তবে ভবনে জরুরি নির্গমনপথ পর্যাপ্ত ছিল না।
অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনো নিরূপণ করা যায়নি। ভবনটি আপাতত পুলিশের হেফাজতে আছে ৷ দোকান মালিক ও বাসিন্দাদের এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে আজ রাতের মধ্যে বাসিন্দাদের ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আগুন লাগার পর থেকে রাত দশটা পর্যন্ত এলিফ্যান্ট রোডের এক লেনে যানচলাচল বন্ধ ছিল। এ সময় এই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। জনসাধারণ ও পথচারীদের তীব্র ভোগান্তিতে পোহাতে হয় এ কারণে ৷ তবে রাত দশটার পর থেকে যানচলাচল স্বাভাবিক হয়েছে ৷
প্রত্যক্ষদর্শী ও ভবনের দোকান কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগুন খুব বড় ছিল না। তবে ধোঁয়া ছিল। পাঁচতলায় সব দোকান। ছয়তলা থেকে নয়তলা পর্যন্ত আবাসিক ভবন। আবাসিক ভবনের বাসিন্দারা অনেকেই ভয় পেয়ে ওপরে উঠে যান। কেউ কেউ নিচে নেমে আসেন।
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
৪ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৪ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৪ ঘণ্টা আগে