Ajker Patrika

মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ 

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ 

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটমাঝি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবুল হাওলাদার ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান দরজির সমর্থকদের মধ্যে আজ বুধবার সকালে এই সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবুল হাওলাদার ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান দরজির মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মাঝেমধ্যেই হামলা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।

এরই জেরে আজ বুধবার সকালে ভদ্রখোলা এলাকায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় উভয়পক্ষ কয়েকটি দোকানঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার সময় অন্তত অর্ধশত হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুইজনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, ২০২২ সালের ৩১ জানুয়ারি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর পরই বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যানের মধ্যে বিরোধ চলে আসছে। বাবুল হাওলাদার ঘটমাঝি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান।

অপরদিকে খলিলুর রহমান দরজি মাদারীপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তাই দুজনেই এলাকায় প্রভাব বিস্তার করতে চান। এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান বাবুল হাওলাদার ও পরাজিত চেয়ারম্যান খলিলুর রহমান দরজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত