প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)
ওঠা-বসায় কিংবা চলাফেরায় ভাবখানা যেন বড় সাহেবের মতো। তাই তো খামারি বিশাল দেহের গরুটির নাম রেখেছেন ‘বড়সাহেব’। ৩৫ মণ ওজনের বড় সাহেব নামের গরুটির নাম এখন সবার মুখে মুখে। অন্যদিকে পিছিয়ে নেই একই খামারে বেড়ে ওঠা ‘মাস্টারসাহেব’ নামের ৩০ মণ ওজনের গরুটিও। কোরবানির ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের জামান এগ্রো ফার্মে ফ্রিজিয়ান জাতের গরু দুটিকে লালন-পালন করছেন সিঙ্গাপুর ফেরত প্রবাসী শরিফুজ্জামান।
সাদা-কালো রঙের ১০ ফুট লম্বা ও সাড়ে ৬ ফুট উচ্চতার বড়সাহেবের ওজন ১ হাজার ৪০০ কেজি অর্থাৎ ৩৫ মণ। বিশাল দেহের এ গরুটির দাম হাঁকা হচ্ছে ১৮ লাখ টাকা। অন্যদিকে একই খামারে বেড়ে ওঠা প্রায় সাড়ে ৯ ফুট লম্বা এবং পৌনে ৭ ফুট উচ্চতার কালো রঙের মাস্টারসাহেবের দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। গরু দুটি দেখতে প্রতিদিনই ভিড় করছে লোকজন।
স্থানীয়দের মতে, এই গরু দুটি ভৈরবসহ আশপাশের জেলা-উপজেলার মধ্যে সবচেয়েও বড় গরু। কোনো ধরনের ক্ষতিকারক ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সুষম খাবারের মাধ্যমে এই দুটি গরু পালন করেছেন বলে দাবি বিদেশ ফেরত প্রবাসী খামারি শরিফুজ্জামানের।
খামারি শরিফুজ্জামান জানান, দেশীয় গোখাদ্য অর্থাৎ খড়, ভাতের মাড়, খৈল, কুড়া, ভুসি ও সবুজ কাঁচা ঘাস খাইয়ে বড়সাহেব এবং মাস্টারসাহেবকে লালন-পালন করেছেন। প্রতিদিন দুটি গরুর খাদ্যের চাহিদা মেটাতে প্রায় দুই হাজার টাকা খরচ হতো। হাঁকা দাম নয়, কাঙ্ক্ষিত দাম পেলেই দুটি গরুই ছেড়ে দেবেন বলে জানান এই খামারি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান বলেন, মানবদেহের জন্য ক্ষতিকারক কোনো ধরনের স্টেরয়েট ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক গোখাদ্যের মাধ্যমে বেড়ে উঠেছে বড়সাহেব এবং মাস্টারসাহেব নামের দুটি গরু। প্রতিনিয়তই আমরা দুটি গরুর খোঁজ রাখছি এবং খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। ফলে মানুষের জন্য দুটি গরুর মাংসই শতভাগ নিরাপদ হবে।
ওঠা-বসায় কিংবা চলাফেরায় ভাবখানা যেন বড় সাহেবের মতো। তাই তো খামারি বিশাল দেহের গরুটির নাম রেখেছেন ‘বড়সাহেব’। ৩৫ মণ ওজনের বড় সাহেব নামের গরুটির নাম এখন সবার মুখে মুখে। অন্যদিকে পিছিয়ে নেই একই খামারে বেড়ে ওঠা ‘মাস্টারসাহেব’ নামের ৩০ মণ ওজনের গরুটিও। কোরবানির ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের জামান এগ্রো ফার্মে ফ্রিজিয়ান জাতের গরু দুটিকে লালন-পালন করছেন সিঙ্গাপুর ফেরত প্রবাসী শরিফুজ্জামান।
সাদা-কালো রঙের ১০ ফুট লম্বা ও সাড়ে ৬ ফুট উচ্চতার বড়সাহেবের ওজন ১ হাজার ৪০০ কেজি অর্থাৎ ৩৫ মণ। বিশাল দেহের এ গরুটির দাম হাঁকা হচ্ছে ১৮ লাখ টাকা। অন্যদিকে একই খামারে বেড়ে ওঠা প্রায় সাড়ে ৯ ফুট লম্বা এবং পৌনে ৭ ফুট উচ্চতার কালো রঙের মাস্টারসাহেবের দাম হাঁকা হয়েছে ১৬ লাখ টাকা। গরু দুটি দেখতে প্রতিদিনই ভিড় করছে লোকজন।
স্থানীয়দের মতে, এই গরু দুটি ভৈরবসহ আশপাশের জেলা-উপজেলার মধ্যে সবচেয়েও বড় গরু। কোনো ধরনের ক্ষতিকারক ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে সুষম খাবারের মাধ্যমে এই দুটি গরু পালন করেছেন বলে দাবি বিদেশ ফেরত প্রবাসী খামারি শরিফুজ্জামানের।
খামারি শরিফুজ্জামান জানান, দেশীয় গোখাদ্য অর্থাৎ খড়, ভাতের মাড়, খৈল, কুড়া, ভুসি ও সবুজ কাঁচা ঘাস খাইয়ে বড়সাহেব এবং মাস্টারসাহেবকে লালন-পালন করেছেন। প্রতিদিন দুটি গরুর খাদ্যের চাহিদা মেটাতে প্রায় দুই হাজার টাকা খরচ হতো। হাঁকা দাম নয়, কাঙ্ক্ষিত দাম পেলেই দুটি গরুই ছেড়ে দেবেন বলে জানান এই খামারি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম খান বলেন, মানবদেহের জন্য ক্ষতিকারক কোনো ধরনের স্টেরয়েট ট্যাবলেট বা ইনজেকশন ছাড়াই সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক গোখাদ্যের মাধ্যমে বেড়ে উঠেছে বড়সাহেব এবং মাস্টারসাহেব নামের দুটি গরু। প্রতিনিয়তই আমরা দুটি গরুর খোঁজ রাখছি এবং খামারিকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছি। ফলে মানুষের জন্য দুটি গরুর মাংসই শতভাগ নিরাপদ হবে।
শিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১৩ মিনিট আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
৩০ মিনিট আগেচারদিকে মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা! তবু হাজার হাজার শিক্ষার্থীর পরনে স্যুট-টাই, গায়ে কালো গাউন, মাথায় কালো টুপি। দীর্ঘদিন পর চেনা স্থানে একত্র সবাই। কালো টুপিটা আকাশের দিকে ছুড়ে দিয়ে অনেকে ছবি তুলছেন। কেউ নিজের গাউন খুলে মা-বাবাকে পরিয়ে দিচ্ছেন, কেউবা ছোট্ট শিশুর...
৩৪ মিনিট আগেসিলেটে মুজিবুর হত্যা মামলায় নারীসহ ছয়জনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে