Ajker Patrika

নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭ 

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৭: ০৮
নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৭ 

নরসিংদীতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার শিবপুর উপজেলা ঘাসিরদিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবুল খায়ের এই দুর্ঘটনা এবং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানিয়েছেন তিনি। 

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, সাভার থেকে ছেড়ে আসা একটি হায়েস মাইক্রোবাস সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও ২ জন। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে অনুমান করছেন, মাইক্রোবাসটির বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়। নিহতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত