গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী মিছিলে বিএনপি নেতার নেতৃত্বে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে মাদকবিরোধী গণসমাবেশ পণ্ড হয়ে যায়।
আজ সোমবার বিকেলে উপজেলার বরমী বাজারের কেন্দুয়া সেতুর দক্ষিণ পাশে এ হামলা চালানো হয়। মারধরে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের মধ্যে কয়েকজন হলেন- বরমী ইউনিয়ন যুবদলের সদস্য ওয়াদুদ, সেলিম, সিরাজুল ইসলাম, কবির হোসেন, শাহীন, দেলোয়ার ও হামিদ। অভিযুক্ত মো. রাসেল মোড়ল বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ প্রধান বলেন, ‘নাগরিক কমিটির আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী গণসমাবেশে যাওয়ার জন্য সাধারণ মানুষসহ বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহকারে বরমী বাজার মুক্তমঞ্চের অভিমুখে রওনা করি। মিছিলটি কেন্দুয়া ব্রিজে পৌঁছামাত্র রাসেল মোড়লের নেতৃত্ব অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা করে মারধর শুরু করে। এ সময় আমাদের ১০-১৫ নেতা-কর্মী এবং সাধারণ মানুষ আহত হয়।’
গাজীপুর জেলা যুবদলের সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম অভিযোগ করেন, ‘রাসেল মোড়লের মাদকের ব্যবসা রয়েছে। তাঁর স্বার্থে আঘাত লাগার কারণে তিনি মাদকবিরোধী সমাবেশে হামলা করেছেন।’
তবে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোড়ল বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধে মিছিল করছি। হামলার বিষয়ে আমি বলতে পারব না। এ রকম ঘটনা ঘটেছে, তবে কে হামলা করছে আমি জানি না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘অনুষ্ঠানে অতিথি হিসেবে পুলিশ সুপারের নাম ছিল। কিন্তু সময়-সুযোগ না থাকায় তাঁর অনুষ্ঠানে যাওয়া হয়নি। হামলার বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী মিছিলে বিএনপি নেতার নেতৃত্বে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এতে মাদকবিরোধী গণসমাবেশ পণ্ড হয়ে যায়।
আজ সোমবার বিকেলে উপজেলার বরমী বাজারের কেন্দুয়া সেতুর দক্ষিণ পাশে এ হামলা চালানো হয়। মারধরে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। তাঁদের মধ্যে কয়েকজন হলেন- বরমী ইউনিয়ন যুবদলের সদস্য ওয়াদুদ, সেলিম, সিরাজুল ইসলাম, কবির হোসেন, শাহীন, দেলোয়ার ও হামিদ। অভিযুক্ত মো. রাসেল মোড়ল বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদ প্রধান বলেন, ‘নাগরিক কমিটির আয়োজনে মাদক ও সন্ত্রাসবিরোধী গণসমাবেশে যাওয়ার জন্য সাধারণ মানুষসহ বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহকারে বরমী বাজার মুক্তমঞ্চের অভিমুখে রওনা করি। মিছিলটি কেন্দুয়া ব্রিজে পৌঁছামাত্র রাসেল মোড়লের নেতৃত্ব অর্ধশতাধিক মানুষ লাঠিসোঁটা নিয়ে হামলা করে মারধর শুরু করে। এ সময় আমাদের ১০-১৫ নেতা-কর্মী এবং সাধারণ মানুষ আহত হয়।’
গাজীপুর জেলা যুবদলের সাবেক সাহিত্যবিষয়ক সম্পাদক মাজাহারুল ইসলাম অভিযোগ করেন, ‘রাসেল মোড়লের মাদকের ব্যবসা রয়েছে। তাঁর স্বার্থে আঘাত লাগার কারণে তিনি মাদকবিরোধী সমাবেশে হামলা করেছেন।’
তবে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোড়ল বলেন, ‘আমি মাদকের বিরুদ্ধে মিছিল করছি। হামলার বিষয়ে আমি বলতে পারব না। এ রকম ঘটনা ঘটেছে, তবে কে হামলা করছে আমি জানি না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, ‘অনুষ্ঠানে অতিথি হিসেবে পুলিশ সুপারের নাম ছিল। কিন্তু সময়-সুযোগ না থাকায় তাঁর অনুষ্ঠানে যাওয়া হয়নি। হামলার বিষয়ে খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারব।’
খাগড়াছড়ির রামগড়ে সালিস চলাকালে সংঘর্ষে সাক্ষী মো. আবুল কালাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার মধ্যরাতে তৈছালা গ্রামে অভিযান চালিয়ে আসামি নুরুল আলম খোকনকে গ্রেপ্তার করা হয়। খোকন ওই এলাকার বাসিন্দা। এর আগে নিহত কালামের স্ত্রী রেখা বেগম বাদী হয়ে গত
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। ইতিমধ্যে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি কবে ধারণকৃত তা নিশ্চিত হওয়া যায়নি। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি কাগজের
৩১ মিনিট আগেবাগেরহাটে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক আরোহী এক যুবক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সিয়াম গাজী (২০)। তিনি মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে।
৪১ মিনিট আগেহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অগ্নিকাণ্ডে অন্তত ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে