Ajker Patrika

প্রকৃতি ও পরিবেশ রক্ষা করেই উন্নয়ন: সুলতানা কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫: ১৩
প্রকৃতি ও পরিবেশ রক্ষা করেই উন্নয়ন: সুলতানা কামাল

প্রকৃতি ও পরিবেশ রক্ষা করেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপার সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন—বাপার যুব প্ল্যাটফর্ম ‘যুব বাপা’ ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জানান, পরিবেশ আন্দোলন ও পরিবেশ সচেতনতা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলে বর্তমান নাজুক অবস্থার পরিবর্তন আসবে। আর এ জন্যই দেশের তরুণ ও যুবদের পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করার জন্য এই সংগঠন গঠন করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ জামিল। তিনি জানান, এরপর কিশোর বাপাও গঠন করা হবে, তরুণদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জ্ঞানভিত্তিক পরিবেশকর্মী হিসেবে গড়ে তোলা হবে, যাতে করে তারা পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাঁরা জানান, বাপা বাইরে থেকে কোনো ফান্ড আনে না। সদস্যদের চাদার টাকায় তাঁদের সংগঠন চলে। হাতিরঝিলের পরিবেশ রক্ষায় আন্দোলন আরও জোরদারের কথাও জানিয়েছে বাপা। 

বক্তারা জানান, হাতিরঝিলে নর্দমার পানি ফেলা বন্ধ না হলে ওয়াটার ট্যাক্সি প্রকল্পটি বিস্তৃত করা সম্ভব হবে না। তবে সরকার এ ব্যাপারে যে প্রকল্প নিয়েছে, সেটা বাস্তবায়নের ওপর নির্ভর করছে হাতিরঝিলের ভবিষ্যৎ চিত্র কী হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত