নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক চিকিৎসকের অনিয়ম প্রসঙ্গে বক্তব্য নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক তানভীরুল ইসলামের অভিযোগ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক তাঁর সঙ্গে অসদাচরণ করেছেন।
তানভীরুল ইসলাম জানান, আজ সোমবার বেলা আড়াইটার দিকে পরিচালকের কক্ষে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, হাসপাতালটির এক চিকিৎসকের অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে গতকাল রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের বক্তব্য নিতে যান তিনি। তবে ব্যস্ততা দেখিয়ে পরদিন (সোমবার) বেলা ২টায় হাসপাতালে গিয়ে দেখা করতে বলেন তিনি। সে অনুযায়ী বেলা ২টার দিকে হাসপাতালে পরিচালকের কক্ষে গিয়ে কথা বলেন। একপর্যায়ে পরিচালক উত্তেজিত হয়ে ওঠেন।
সাংবাদিক তানভীরুল ইসলাম বলেন, ‘আমি পরিচালকের অনুমতি নিয়েই তাঁর বক্তব্য ভিডিও করা শুরু করি এবং প্রশ্ন করতে থাকি। তিনি আমার থেকে শুরুতেই প্রশ্নগুলোর বিষয়ে জানতে চান এবং নোট করেন। এরপর কথা প্রসঙ্গে আমি ভিডিও এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই চিকিৎসক থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করার কথা বলতেই তিনি খ্যাপে যান এবং ভিডিও বন্ধ করতে বলেন। এরপর তিনি নিজের চেয়ার থেকে উঠে এসে আমার মোবাইল কেড়ে নেন, সঙ্গে “অসভ্য”, “ফাজিল”সহ নানা ধরনের গালিগালাজ করতে থাকেন।’
তানভীর বলেন, ‘একপর্যায়ে আমি সাক্ষাৎকার বন্ধ করে চলে আসতে চাইলে তিনি আমাকে বসিয়ে রাখেন এবং ঢাকা পোস্টের ঢামেক প্রতিনিধিকে হাসপাতালে আসার জন্য অন্য কর্মচারীকে ফোন করতে বলেন। যতক্ষণ পর্যন্ত সে না আসবে ততক্ষণ আমাকে বসে থাকতে হবেও বলেন পরিচালক।’ পরিচালক তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিওসহ নিউজের বিভিন্ন তথ্য মুছে দিয়েছেন বলেও অভিযোগ করে তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উনি কোনোভাবে সংক্ষুব্ধ হতে পারেন, এটা দোষের কিছু নয়। যে বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন সেটি আমার এখতিয়ারবহির্ভূত ছিল। কিন্তু তিনি পীড়াপীড়ি করছিলেন, আমি বলার চেষ্টা করেছি এটা আমার এখতিয়ারের বাইরে। তবে হ্যাঁ, এটা নিয়ে কিছুটা ভুল-বোঝাবুঝি হতে পারে। আশা করি, এটার এখানেই অবসান হবে।’
প্রতিষ্ঠানের কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে পরিচালকের কাছেই তো যাবে। এ ক্ষেত্রে হেনস্তার শিকার হওয়া দুঃখজনক কি না, জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমি চেষ্টা করব সব তথ্য দিতে। এটা আসলে ভুল-বোঝাবুঝি হয়েছে, এটা এখানেই সমাধান হবে।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক চিকিৎসকের অনিয়ম প্রসঙ্গে বক্তব্য নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক তানভীরুল ইসলামের অভিযোগ, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক তাঁর সঙ্গে অসদাচরণ করেছেন।
তানভীরুল ইসলাম জানান, আজ সোমবার বেলা আড়াইটার দিকে পরিচালকের কক্ষে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, হাসপাতালটির এক চিকিৎসকের অনিয়মের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে গতকাল রোববার দুপুরে হাসপাতালের পরিচালকের বক্তব্য নিতে যান তিনি। তবে ব্যস্ততা দেখিয়ে পরদিন (সোমবার) বেলা ২টায় হাসপাতালে গিয়ে দেখা করতে বলেন তিনি। সে অনুযায়ী বেলা ২টার দিকে হাসপাতালে পরিচালকের কক্ষে গিয়ে কথা বলেন। একপর্যায়ে পরিচালক উত্তেজিত হয়ে ওঠেন।
সাংবাদিক তানভীরুল ইসলাম বলেন, ‘আমি পরিচালকের অনুমতি নিয়েই তাঁর বক্তব্য ভিডিও করা শুরু করি এবং প্রশ্ন করতে থাকি। তিনি আমার থেকে শুরুতেই প্রশ্নগুলোর বিষয়ে জানতে চান এবং নোট করেন। এরপর কথা প্রসঙ্গে আমি ভিডিও এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরও দুই চিকিৎসক থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করার কথা বলতেই তিনি খ্যাপে যান এবং ভিডিও বন্ধ করতে বলেন। এরপর তিনি নিজের চেয়ার থেকে উঠে এসে আমার মোবাইল কেড়ে নেন, সঙ্গে “অসভ্য”, “ফাজিল”সহ নানা ধরনের গালিগালাজ করতে থাকেন।’
তানভীর বলেন, ‘একপর্যায়ে আমি সাক্ষাৎকার বন্ধ করে চলে আসতে চাইলে তিনি আমাকে বসিয়ে রাখেন এবং ঢাকা পোস্টের ঢামেক প্রতিনিধিকে হাসপাতালে আসার জন্য অন্য কর্মচারীকে ফোন করতে বলেন। যতক্ষণ পর্যন্ত সে না আসবে ততক্ষণ আমাকে বসে থাকতে হবেও বলেন পরিচালক।’ পরিচালক তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভিডিওসহ নিউজের বিভিন্ন তথ্য মুছে দিয়েছেন বলেও অভিযোগ করে তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পরিচালক মো. নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘উনি কোনোভাবে সংক্ষুব্ধ হতে পারেন, এটা দোষের কিছু নয়। যে বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন সেটি আমার এখতিয়ারবহির্ভূত ছিল। কিন্তু তিনি পীড়াপীড়ি করছিলেন, আমি বলার চেষ্টা করেছি এটা আমার এখতিয়ারের বাইরে। তবে হ্যাঁ, এটা নিয়ে কিছুটা ভুল-বোঝাবুঝি হতে পারে। আশা করি, এটার এখানেই অবসান হবে।’
প্রতিষ্ঠানের কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেলে পরিচালকের কাছেই তো যাবে। এ ক্ষেত্রে হেনস্তার শিকার হওয়া দুঃখজনক কি না, জানতে চাইলে পরিচালক বলেন, ‘আমি চেষ্টা করব সব তথ্য দিতে। এটা আসলে ভুল-বোঝাবুঝি হয়েছে, এটা এখানেই সমাধান হবে।’
টইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের পানির উচ্চতা নিয়ন্ত্রণে না আসায় গতকাল দিবাগত রাত থেকে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে দেওয়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট দিয়ে। এতে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।
১৪ মিনিট আগেবাগেরহাটের চারটি সংসদীয় আসন পুর্নবহালের দাবিতে জেলা জুড়ে টানা দুইদিনের হরতাল ও সড়কপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) হরতালের প্রথমদিন সকাল ৬টা থেকে বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টা পর্যন্ত...
২০ মিনিট আগেনাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর এলাকায় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
৫ ঘণ্টা আগে