উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিমানবন্দর এলাকা থেকে নাজমুল হাসান অভি এক বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছেন স্বজনেরা।
উত্তরা ৯ নং সেক্টরের ১০ /এ সড়কের একটি বাসা থেকে গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় শিক্ষক আসিফ ও ওই দিন সকালে বিমানবন্দর থেকে নাজমুল হাসানকে আটক করা হয় বলে আজ রোববার বিকেলে আজকের পত্রিকার কাছে অভিযোগ করেন স্বজনেরা। নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
আসিফ মাহতাবের বোন নাফিসা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের মতো ডিবি পুলিশ আসছে। তার মধ্যে তিনজন হয়তো হাই অফিসার ছিলেন। একজন সাদা পোশাকে ছিলেন। বাকিরা সবাই পোশাকে (ইউনিফরম) ছিলেন। সাদা পোশাকের অফিসার আমাদের সঙ্গে কথা বলে ভাইকে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ভাইকে নিয়ে যাওয়ার সময় আমার মা তাদের বলেছিলেন, ওর (আসিফ) তো পাইলসে সমস্যা, পায়ে সমস্যা। ওর তো ওষুধ খাওয়া লাগে। তখন তাঁরা আসিফের ওষুধগুলোও নিয়ে গেছেন।’
আটকের কারণ প্রসঙ্গে জানতে চাইলে নাফিসা বলেন, ‘গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে আমরাও জিজ্ঞাসা করেছিলাম, তখন তাঁরা (ডিবি) বলেছিলেন, ওকেই (আসিফ) জিজ্ঞাসা করেন। পরে কিছু না বলেই তাঁরা নিয়ে গেছেন।’
অপরদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভির বড় ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল হাসান অভি শনিবার (২৭ জুন) সকাল ৭টায় নেপালে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি, তাকে বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।’
নজরুল ইসলাম বলেন, ‘আমরা থানা-পুলিশ, ডিবি কার্যালয়সহ সব জায়গায় খুঁজেছি। কিন্তু কেউ কিছু স্বীকার করছে না।’
এই দুই জনকে আটক করা হয়েছি কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে আমি কিছু বলতে বলতে পারছি না।’
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিমানবন্দর এলাকা থেকে নাজমুল হাসান অভি এক বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছেন স্বজনেরা।
উত্তরা ৯ নং সেক্টরের ১০ /এ সড়কের একটি বাসা থেকে গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় শিক্ষক আসিফ ও ওই দিন সকালে বিমানবন্দর থেকে নাজমুল হাসানকে আটক করা হয় বলে আজ রোববার বিকেলে আজকের পত্রিকার কাছে অভিযোগ করেন স্বজনেরা। নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
আসিফ মাহতাবের বোন নাফিসা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের মতো ডিবি পুলিশ আসছে। তার মধ্যে তিনজন হয়তো হাই অফিসার ছিলেন। একজন সাদা পোশাকে ছিলেন। বাকিরা সবাই পোশাকে (ইউনিফরম) ছিলেন। সাদা পোশাকের অফিসার আমাদের সঙ্গে কথা বলে ভাইকে নিয়ে গেছেন।’
তিনি বলেন, ‘ভাইকে নিয়ে যাওয়ার সময় আমার মা তাদের বলেছিলেন, ওর (আসিফ) তো পাইলসে সমস্যা, পায়ে সমস্যা। ওর তো ওষুধ খাওয়া লাগে। তখন তাঁরা আসিফের ওষুধগুলোও নিয়ে গেছেন।’
আটকের কারণ প্রসঙ্গে জানতে চাইলে নাফিসা বলেন, ‘গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে আমরাও জিজ্ঞাসা করেছিলাম, তখন তাঁরা (ডিবি) বলেছিলেন, ওকেই (আসিফ) জিজ্ঞাসা করেন। পরে কিছু না বলেই তাঁরা নিয়ে গেছেন।’
অপরদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভির বড় ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল হাসান অভি শনিবার (২৭ জুন) সকাল ৭টায় নেপালে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি, তাকে বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।’
নজরুল ইসলাম বলেন, ‘আমরা থানা-পুলিশ, ডিবি কার্যালয়সহ সব জায়গায় খুঁজেছি। কিন্তু কেউ কিছু স্বীকার করছে না।’
এই দুই জনকে আটক করা হয়েছি কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে আমি কিছু বলতে বলতে পারছি না।’
ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
১৬ মিনিট আগেবুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে