Ajker Patrika

বাঁশখালীতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত 

প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২১, ১৩: ৫৯
বাঁশখালীতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত 

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গত দুদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এলাকার ফসলি জমি, সবজির খেত, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকালে বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালিপুর, বৈলছড়ি, পৌরসভা, শিলকৃপ, চাম্বল, নাপোড়া ও পুইছুড়িতে পানি ঢুকে পড়েছে। এতে কয়েকটি মাটির ঘর পাহাড়ি ঢলের পানিতে বিলীন হয়ে গেছে। 

চাম্বল পাহাড়ি এলাকার বাসিন্দা রমিজ উদ্দিন জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তাঁর মাটির ঘরটি পানিতে বিলীন হয়ে গেছে।

শেখেরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ এয়াছিন তালুকদার বলেন, `ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে আমার ইউনিয়নের সবজির খেত ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।'

উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল কালাম মিয়াজী জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, এর একটি তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
 
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জমান চৌধুরী জানান, যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে, ওই সব এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত