Ajker Patrika

লক্ষ্মীপুরে তারাবি পড়া অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
শরীফ হোসেন। ছবি: সংগৃহীত
শরীফ হোসেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে তারাবি নামাজ পড়া অবস্থায় শরীফ হোসেন (৪৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১ মার্চ) রাত ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এ ঘটনা ঘটে।

শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। স্ত্রী, সন্তানসহ তিনি স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

শরীফ হোসেনের বড় ছেলে আহনাফ শাহরিয়ার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আব্বু সুস্থ ছিলেন। গত রাতে মসজিদে তারাবি পড়া অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আমাদের একা করে আব্বু চলে গেলেন। সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতবাসী করেন।’

স্টেডিয়াম এলাকার ব্যবসায়ী ও বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মেহেরুল হাসান রাজু বলেন, ‘শরীফ হোসেন ভালো ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। প্রতিদিন তিনি মসজিদে জামাতে নামাজ পড়তেন। তিনি একটি স্কুলের দায়িত্বে ছিলেন। তাঁর এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ আজকের পত্রিকাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শরীফ হোসেন অনেক ভালো মানুষ ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত