প্রতিনিধি
চট্টগ্রাম: করোনা সংক্রমণ লাখের বিপরীতে ৬০ জনের বেশি হওয়ায় চকবাজার ও খুলশী থানার সাত এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। সে সব এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সোমবার দুপুর থেকে এলাকাগুলোতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নেমেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ সব এলাকায় খুব জরুরি ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দেওয়া হবে না।
রেডজোন ঘোষণা করা এলাকাগুলো হলো–চকবাজারের জয়নগর এক নম্বর গলি, খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ডের এসবি নগর, ওয়ার্লেস, কুসুমবাগ আবাসিক এলাকা, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডের টাংকির পাহাড়, বাঘঘোনা ও হাইলেভেল রোড।
সিএমপির উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক আজকের পত্রিকাকে বলেন, সংক্রমণ হার বিবেচনায় সাতটি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এ সব এলাকায় পুরোপুরি লকডাউন কার্যকরে কাজ করছি। তিনি বলেন, যে এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষায় প্রতি লাখে ৬০ জনের বেশি সে এলাকাকেই রেডজোন ধরা হবে। তিন থেকে ৫৯ জন হলে ইয়োলো জোন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান লকডাউনের তথ্য নিশ্চিত করে জানান, রেডজোন এলাকার বাসিন্দারা অতি জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে, পুলিশ তাদের সহযোগিতা করবে।
সিভিল সার্জন কার্যালয় বলছে, চট্টগ্রামে এ পর্যন্ত ৪৫৯ জন কোভিড-১৯ পজিটিভ হয়ে মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৩৮ জন এবং উপজেলায় মারা গেছেন ১২১ জন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পুরো চট্টগ্রাম শহরটি এখন রেডজোনের আওতায়। এখানে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ কমানো গেলে মৃত্যুর সংখ্যাও কমে আসবে। সংক্রমণ ঠেকানোর জন্য সরকার ঘোষিত কঠোর লকডাউননীতি মেনে চলার কথাও বলেছেন তিনি।
এর আগে ২০২০ সালের ২ জুন নগরের ১২ থানাকে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট বা রেডজোন হিসেবে শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ এর উপরে শনাক্ত হওয়ায় এসব থানাকে ওই সময় রেডজোন হিসেবে শনাক্ত করা হয়।
চট্টগ্রাম: করোনা সংক্রমণ লাখের বিপরীতে ৬০ জনের বেশি হওয়ায় চকবাজার ও খুলশী থানার সাত এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। সে সব এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
সোমবার দুপুর থেকে এলাকাগুলোতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নেমেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ সব এলাকায় খুব জরুরি ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দেওয়া হবে না।
রেডজোন ঘোষণা করা এলাকাগুলো হলো–চকবাজারের জয়নগর এক নম্বর গলি, খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ডের এসবি নগর, ওয়ার্লেস, কুসুমবাগ আবাসিক এলাকা, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডের টাংকির পাহাড়, বাঘঘোনা ও হাইলেভেল রোড।
সিএমপির উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক আজকের পত্রিকাকে বলেন, সংক্রমণ হার বিবেচনায় সাতটি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এ সব এলাকায় পুরোপুরি লকডাউন কার্যকরে কাজ করছি। তিনি বলেন, যে এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষায় প্রতি লাখে ৬০ জনের বেশি সে এলাকাকেই রেডজোন ধরা হবে। তিন থেকে ৫৯ জন হলে ইয়োলো জোন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান লকডাউনের তথ্য নিশ্চিত করে জানান, রেডজোন এলাকার বাসিন্দারা অতি জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে, পুলিশ তাদের সহযোগিতা করবে।
সিভিল সার্জন কার্যালয় বলছে, চট্টগ্রামে এ পর্যন্ত ৪৫৯ জন কোভিড-১৯ পজিটিভ হয়ে মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৩৮ জন এবং উপজেলায় মারা গেছেন ১২১ জন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পুরো চট্টগ্রাম শহরটি এখন রেডজোনের আওতায়। এখানে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ কমানো গেলে মৃত্যুর সংখ্যাও কমে আসবে। সংক্রমণ ঠেকানোর জন্য সরকার ঘোষিত কঠোর লকডাউননীতি মেনে চলার কথাও বলেছেন তিনি।
এর আগে ২০২০ সালের ২ জুন নগরের ১২ থানাকে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট বা রেডজোন হিসেবে শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ এর উপরে শনাক্ত হওয়ায় এসব থানাকে ওই সময় রেডজোন হিসেবে শনাক্ত করা হয়।
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
২ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
২ ঘণ্টা আগে