Ajker Patrika

চট্টগ্রামের কিছু এলাকাকে রেডজোন ঘোষণা

প্রতিনিধি
চট্টগ্রামের কিছু এলাকাকে রেডজোন ঘোষণা

চট্টগ্রাম: করোনা সংক্রমণ লাখের বিপরীতে ৬০ জনের বেশি হওয়ায় চকবাজার ও খুলশী থানার সাত এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। সে সব এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সোমবার দুপুর থেকে এলাকাগুলোতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে নেমেছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ সব এলাকায় খুব জরুরি ছাড়া কাউকে বাসা থেকে বের হতে দেওয়া হবে না।

রেডজোন ঘোষণা করা এলাকাগুলো হলো–চকবাজারের জয়নগর এক নম্বর গলি, খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ডের এসবি নগর, ওয়ার্লেস, কুসুমবাগ আবাসিক এলাকা, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডের টাংকির পাহাড়, বাঘঘোনা ও হাইলেভেল রোড।

সিএমপির উপকমিশনার (দক্ষিণ) বিজয় বসাক আজকের পত্রিকাকে বলেন, সংক্রমণ হার বিবেচনায় সাতটি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। এ সব এলাকায় পুরোপুরি লকডাউন কার্যকরে কাজ করছি। তিনি বলেন, যে এলাকায় করোনা সংক্রমণ পরীক্ষায় প্রতি লাখে ৬০ জনের বেশি সে এলাকাকেই রেডজোন ধরা হবে। তিন থেকে ৫৯ জন হলে ইয়োলো জোন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খন্দকার ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুজ্জামান লকডাউনের তথ্য নিশ্চিত করে জানান, রেডজোন এলাকার বাসিন্দারা অতি জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে যেতে পারবেন না। নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে, পুলিশ তাদের সহযোগিতা করবে।

সিভিল সার্জন কার্যালয় বলছে, চট্টগ্রামে এ পর্যন্ত ৪৫৯ জন কোভিড-১৯ পজিটিভ হয়ে মারা গেছেন। এর মধ্যে নগরে ৩৩৮ জন এবং উপজেলায় মারা গেছেন ১২১ জন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, পুরো চট্টগ্রাম শহরটি এখন রেডজোনের আওতায়। এখানে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ কমানো গেলে মৃত্যুর সংখ্যাও কমে আসবে। সংক্রমণ ঠেকানোর জন্য সরকার ঘোষিত কঠোর লকডাউননীতি মেনে চলার কথাও বলেছেন তিনি।

এর আগে ২০২০ সালের ২ জুন নগরের ১২ থানাকে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট বা রেডজোন হিসেবে শনাক্ত করে স্বাস্থ্য বিভাগ। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০০ এর উপরে শনাক্ত হওয়ায় এসব থানাকে ওই সময় রেডজোন হিসেবে শনাক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত