Ajker Patrika

সেনবাগে ১১ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
সেনবাগে ১১ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নোয়াখালীর সেনবাগে পিতার সঙ্গে অভিমান করে আলী হোসেন সায়মন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৩ মে সকালে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের বাবুপুর-শ্রীপুর গ্রামের মতিন মেম্বার বাড়ির ওই ছাত্রের পিতা আবুল কাশেম পড়ালেখায় অমনোযোগী সায়মনকে বকাঝকা করে।

সায়মনের বাবা আবুল কাশেম জানান, এরপর ওই দিন সকাল ৯টায় সায়মন গাজীরহাট এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় রওনা দিয়ে বোর্ডিংয়ে যায়নি। শিক্ষকদের মাধ্যমে পরিবারের লোকজন এ খবর পেয়ে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে গত ১১ দিনেও তার সন্ধান মেলেনি।

এদিকে, ছেলের সন্ধান না মেলায় মা ফেরদৌসি বেগম বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন গত কয়েক দিন ধরেই।

সায়মনের মা ফেরদৌসি বেগম বলেন, ‘৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে সায়মন ভাইদের মধ্যে দ্বিতীয়। সে স্থানীয় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং বোর্ডিংয়ে থেকে লেখাপড়া করত। নিখোঁজের এক সপ্তাহ আগে বাড়িতে বেড়াতে আসে সায়মন। এরপর সে মাদ্রাসায় যাবে না বলে বায়না ধরলে পিতা আবুল কাশেম ধমক দেয়।

গত ১১ দিনেও তার সন্ধান না মেলায় পরিবারের সদস্যসহ স্বজনেরা বিচলিত। মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনায় সেনবাগ থানায় একটি জিডি করেছে সায়মনের পরিবার।

সায়মনের কোনো সন্ধান পেতে সকলের সহায়তা কামনা করেছেন তার মা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত