Ajker Patrika

চট্টগ্রামে ৬৭ দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৭: ৩৬
চট্টগ্রামে ৬৭ দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড

করোনায় ৬৭ দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও ৩০০ জন। শনাক্তের হার ২২ শতাংশের বেশি।

আজ রোববার দিবাগত রাতে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ করোনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩৬০ জনের করোনা নমুনা পরীক্ষা হয়। এতে ৩০০ জনের করোনা পজিটিভ আসে।

শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ২০৪ জন ও বিভিন্ন উপজেলার ৯৬জন। মারা যাওয়া সাতজনের মধ্যে নগরের বাসিন্দা একজন, আর বাকিরা বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে ১৪ উপজেলার মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩১ জন সীতাকুণ্ড উপজেলায় শনাক্ত হয়। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ জন মিরসরাই উপজেলায় শনাক্ত হয়।

এর আগে ২০ এপ্রিল সর্বোচ্চ ৩৪৭ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ওই দিন করোনায় মারা যান আটজন।

এখন পর্যন্ত চট্টগ্রামে ৫৭ হাজার ৬৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৫ হাজার ১৩০, আর বিভিন্ন উপজেলার ১২ হাজার ৫৪০ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৬৮১ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬৮ জন মহানগরের বাকিগুলো বিভিন্ন উপজেলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত