মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে টমেটোর দাম ভালো পাওয়ায় কৃষক মো. হারুন মিয়ার মুখে হাসি ফুটেছে। তাঁর মতো ওই গ্রামের শতাধিক কৃষক কয়েক দফা বৃষ্টির কারণে হওয়া ক্ষতি পুষিয়ে ভালো দামে বিষমুক্ত টমেটো বিক্রি করে স্বস্তি পেয়েছেন।
হারুন মিয়া উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের বাসিন্দা। গত অক্টোবরে পৈতৃক দুই একর জমিতে টমেটোর আবাদ করেন। এরপর তিন দফা বৃষ্টিতে টমেটো গাছ, কুঁড়ি ও ফলন ক্ষতিগ্রস্ত হয়। তবু ভেঙে পড়েননি। নিয়মিত খেতের পরিচর্যা করেন। এতে টমেটোর ফলন ভালো হয়। গত জানুয়ারি থেকে খেত পাকা ও আধা পাকা টমেটোতে ভরে যায়। টমেটো বিক্রি করে ধারকর্জও শোধ করেছেন। এবার পরিবারের চাহিদা মিটিয়ে লাভের আশা করছেন তিনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২১ সালের অক্টোবরে শুরু হওয়া চলতি রবি মৌসুমে উপজেলার ছয় ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়। টমেটোর আবাদ করা হয় ৫০ হেক্টর জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ৫০০ টন।
সরেজমিনে উপজেলার উপাদী গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে মাঠজুড়ে রয়েছে টমেটো খেত। গোটা বিলজুড়েই কাঁচা-পাকা টমেটোর ছড়াছড়ি। পাকা ও আধা পাকা হাজারো টমেটো উঁকিঝুঁকি দিচ্ছে পুরো খেতে। নিজের টমেটো খেতের পরিচর্যা করছেন কৃষক। কেউ কেউ বিক্রির জন্য পাকা ও আধা পাকা টমেটো তুলছেন। তাঁদের চোখেমুখে স্বস্তি ও তৃপ্তির হাসি।
কৃষক হারুন মিয়া বলেন, ‘কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরি। এরপর টমেটোর আবাদে লেগে যাই। এবার কুমিল্লা থেকে চারা এনে পৈতৃক দুই একর জমিতে টমেটোর আবাদ করি। তিন দফা বৃষ্টিতে বেশ কিছু টমেটোখেত ক্ষতিগ্রস্ত হয়। তবু হাল ছাড়িনি। খেতের পরিচর্যা চালিয়ে যাই। এতে ফলও পাওয়া যায়। এবার অন্যান্য বছরের তুলনায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। আমি ছাড়াও আমার গ্রামের শতাধিক কৃষক টমেটোর আবাদ করেছেন।’
হারুন মিয়া আরও বলেন, ‘পরিবারের চাহিদা মিটিয়ে গত জানুয়ারি থেকে পাকা ও আধা পাকা টমেটো বিক্রি শুরু করেছি। পাইকারি ১৫ টাকা এবং খুচরা ২০ টাকায় প্রতি কেজি টমেটো বিক্রি করছি। বিষমুক্ত হওয়ায় এবং রং ভালো থাকায় দামও পাওয়া যাচ্ছে ভালো। পরিবহন ও শ্রমিক খরচও তুলনামূলক কম। ক্ষতি পুষিয়ে এখন লাভের আশা করছি।’
কৃষক হান্নান কবিরাজ, শামীম কবিরাজ, ফোরকান মিয়াজী ও বাচ্চু মিয়া বলেন, ‘টমেটোর ফলন ও রং খুব ভালা অইছে এবার। খেতে ও বাজারে নিয়া বেঁচতাছি। প্রতি মণ টমেটো হাজার টেয়ায় বেঁচতাছি। নিজেরা খাইয়া আত্মীয়-স্বজনগোও দিতাছি। মনডাত খুব শান্তি লাগতাছে। মনে অয়, এইবার সব ঋণ শোধ দিতে পারুম। অভাবও ঘুচব।’
উপাদী গ্রামের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আয়েত আলীর বলেন, এবার মতলব দক্ষিণ উপজেলায় টমেটোর আশানুরূপ ফলন হয়েছে। টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম ভালো হওয়ায় কৃষকেরাও লাভবান হচ্ছেন। এতে টমেটো চাষে কৃষকদের আগ্রহও বাড়ছে।
চাঁদপুরের মতলব দক্ষিণে টমেটোর দাম ভালো পাওয়ায় কৃষক মো. হারুন মিয়ার মুখে হাসি ফুটেছে। তাঁর মতো ওই গ্রামের শতাধিক কৃষক কয়েক দফা বৃষ্টির কারণে হওয়া ক্ষতি পুষিয়ে ভালো দামে বিষমুক্ত টমেটো বিক্রি করে স্বস্তি পেয়েছেন।
হারুন মিয়া উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামের বাসিন্দা। গত অক্টোবরে পৈতৃক দুই একর জমিতে টমেটোর আবাদ করেন। এরপর তিন দফা বৃষ্টিতে টমেটো গাছ, কুঁড়ি ও ফলন ক্ষতিগ্রস্ত হয়। তবু ভেঙে পড়েননি। নিয়মিত খেতের পরিচর্যা করেন। এতে টমেটোর ফলন ভালো হয়। গত জানুয়ারি থেকে খেত পাকা ও আধা পাকা টমেটোতে ভরে যায়। টমেটো বিক্রি করে ধারকর্জও শোধ করেছেন। এবার পরিবারের চাহিদা মিটিয়ে লাভের আশা করছেন তিনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২১ সালের অক্টোবরে শুরু হওয়া চলতি রবি মৌসুমে উপজেলার ছয় ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭০ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়। টমেটোর আবাদ করা হয় ৫০ হেক্টর জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ হাজার ৫০০ টন।
সরেজমিনে উপজেলার উপাদী গ্রামে গিয়ে দেখা যায়, সেখানে মাঠজুড়ে রয়েছে টমেটো খেত। গোটা বিলজুড়েই কাঁচা-পাকা টমেটোর ছড়াছড়ি। পাকা ও আধা পাকা হাজারো টমেটো উঁকিঝুঁকি দিচ্ছে পুরো খেতে। নিজের টমেটো খেতের পরিচর্যা করছেন কৃষক। কেউ কেউ বিক্রির জন্য পাকা ও আধা পাকা টমেটো তুলছেন। তাঁদের চোখেমুখে স্বস্তি ও তৃপ্তির হাসি।
কৃষক হারুন মিয়া বলেন, ‘কয়েক বছর আগে বিদেশ থেকে দেশে ফিরি। এরপর টমেটোর আবাদে লেগে যাই। এবার কুমিল্লা থেকে চারা এনে পৈতৃক দুই একর জমিতে টমেটোর আবাদ করি। তিন দফা বৃষ্টিতে বেশ কিছু টমেটোখেত ক্ষতিগ্রস্ত হয়। তবু হাল ছাড়িনি। খেতের পরিচর্যা চালিয়ে যাই। এতে ফলও পাওয়া যায়। এবার অন্যান্য বছরের তুলনায় টমেটোর বাম্পার ফলন হয়েছে। আমি ছাড়াও আমার গ্রামের শতাধিক কৃষক টমেটোর আবাদ করেছেন।’
হারুন মিয়া আরও বলেন, ‘পরিবারের চাহিদা মিটিয়ে গত জানুয়ারি থেকে পাকা ও আধা পাকা টমেটো বিক্রি শুরু করেছি। পাইকারি ১৫ টাকা এবং খুচরা ২০ টাকায় প্রতি কেজি টমেটো বিক্রি করছি। বিষমুক্ত হওয়ায় এবং রং ভালো থাকায় দামও পাওয়া যাচ্ছে ভালো। পরিবহন ও শ্রমিক খরচও তুলনামূলক কম। ক্ষতি পুষিয়ে এখন লাভের আশা করছি।’
কৃষক হান্নান কবিরাজ, শামীম কবিরাজ, ফোরকান মিয়াজী ও বাচ্চু মিয়া বলেন, ‘টমেটোর ফলন ও রং খুব ভালা অইছে এবার। খেতে ও বাজারে নিয়া বেঁচতাছি। প্রতি মণ টমেটো হাজার টেয়ায় বেঁচতাছি। নিজেরা খাইয়া আত্মীয়-স্বজনগোও দিতাছি। মনডাত খুব শান্তি লাগতাছে। মনে অয়, এইবার সব ঋণ শোধ দিতে পারুম। অভাবও ঘুচব।’
উপাদী গ্রামের দায়িত্বে থাকা উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আয়েত আলীর বলেন, এবার মতলব দক্ষিণ উপজেলায় টমেটোর আশানুরূপ ফলন হয়েছে। টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম ভালো হওয়ায় কৃষকেরাও লাভবান হচ্ছেন। এতে টমেটো চাষে কৃষকদের আগ্রহও বাড়ছে।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৫ ঘণ্টা আগে