Ajker Patrika

হাতিয়ায় দুই দস্যু গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ২

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
হাতিয়ায় দুই দস্যু গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ২

নোয়াখালী হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কবির ও সাহারাজ নামে দুই দস্যু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বিচ্ছিন্ন চর চরগাসীয়ায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পর পরই অভিযান চালিয়ে ৫ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুই দস্যু হলেন—ফখরুল গ্রুপের কবির ও সাহারাজ। তাঁদের বাড়ি চরগাসীয়ায়। 

গোলাগুলির পর অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ডস্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে এই চরে আধিপত্য বিস্তার করে আসছেন খোকন ডাকাত। কিছুদিন আগে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি। এরপর চরের নিয়ন্ত্রণ আসে তাঁর ভাই ফখরুল ইসলামের হাতে। সম্প্রতি খোকন জামিন পেয়ে চরের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইলে ভাই ফখরুল ইসলামের সঙ্গে বিরোধ শুরু হয়। আজ সকালে খোকন দলবল নিয়ে চরগাসীয়ায় আক্রমণ করলে ফখরুল গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক গোলাগুলিতে দুই জন নিহত হয়। নিহত দুজনই ফখরুল গ্রুপের সদস্য। 

হাতিয়া কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাফিউল কিঞ্জল জানান, চরগাসীয়ায় দুই দস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। সংঘর্ষে দুই জন নিহত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো মৃতদেহ পাওয়া যায়নি। এ সময় তিনটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি,৬টি রামদা ও ৬টি লোহার রডসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটক সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত