Ajker Patrika

চাঁদপুরে ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
চাঁদপুরে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

গ্রাহকের ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তির সূচিপাড়া শাখা জনতা ব্যাংক কর্মকর্তা মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক কার্তিক চন্দ্র ঘোষ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জাবেদ হোসেন ব্যাংকের ওই শাখার সিনিয়র অফিসার। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামের মোহাম্মদ উল্যাহর ছেলে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, মো. জাবেদ হোসেন গত ২ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত তিনজন গ্রাহকের অ্যাকাউন্টের ৮৪ লাখ ৬৭ হাজার ৮১৪ টাকা আত্মসাতের জন্য লক্ষ্মীপুর, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তির অ্যাকাউন্ট নম্বরে পাঠান। বিষয়টি নজরে আসার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে ওসি আবুল বাসার বলেন, আটক ব্যাংক কর্মকর্তাকে দুপুরে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে। অর্থ আত্মসাতের বিভিন্ন প্রমাণ দুদকে পাঠানো হয়েছে। এ বিষয়ে দুদকে মামলা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত