Ajker Patrika

পারিবারিক কলহে শ্যালক-দুলাভাইয়ের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৪৬
পারিবারিক কলহে শ্যালক-দুলাভাইয়ের দ্বন্দ্ব, সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া সদরে শ্যালক ও দুলাভাইয়ের পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে আনা হলে সেখানেও তারা সংঘর্ষে জড়ান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহতদের মধ্যে আনোয়ার (৫০), রাহিম (১৮), দ্বীন ইসলাম (২৪), শাকিল (২২), ময়না (৪০), ইসমাইল (১৫), মনির (৪৪), ইয়াসিন (২১) ও মনসুর (৩৫) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাঁরা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। 

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার গজারিয়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে দ্বীন ইসলামের স্ত্রী পারিবারিক কলহের জেরে ছয়জনের নাম উল্লেখ করে আখাউড়া আমলি আদালতে একটি যৌতুকের মামলা করেন। মামলায় শহীদ ভূঁইয়ার ছেলে মনির ও মনসুরকে আসামি করা হয়। মনির হলেন আনোয়ারের বোন জামাই। মামলার বিষয়টি মনিরের কাছে কেন গোপন রাখা হয়েছিল তা নিয়ে বৃহস্পতিবার রাতে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায়। 

এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সদর থানার পুলিশ এসে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করে। 

হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রহমত উল্লাহ জানান, চিকিৎসা নিতে আসা দুই পক্ষের লোকজন জরুরি বিভাগের ভেতরে সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শ্যালক ও দুলাভাই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত