Ajker Patrika

প্রধান শিক্ষিকার ওপর হামলার ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৪: ১৭
Thumbnail image

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমি ত্রিপুরাকে মারধর করে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসাকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদর থানায় মামলাটি করা হয়। আজ বুধবার আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান। 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল গেট ঝুঁকিপূর্ণ হওয়ায় তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করতে আবেদন নিয়ে যান প্রধান শিক্ষিকা মৌসুমি ত্রিপুরা। এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার কাছে গেলে তিনি আবেদনটি নিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে মৌসুমি ত্রিপুরাকে মারধর শুরু করেন সুভায়ন খীসা। মারধরে গুরুতর আহত হয়ে বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) জাহিদ হাসান বলেন, ‘অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এদিকে গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৌসুমি ত্রিপুরা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসাকে বিয়ের কথা দাবি করলেও মামলার এজাহারে তা উল্লেখ করেননি। 

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন। তিনি জানান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন গুইমারা উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ এবং উপজেলা শিক্ষা অফিসার সুজিত মিত্র চাকমা। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত