Ajker Patrika

বুড়িচংয়ে অর্ধশতকের পুরোনো কোল্ড স্টোরেজে ধস, ১০ গরুর মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২১, ১৬: ৪৩
বুড়িচংয়ে অর্ধশতকের পুরোনো কোল্ড স্টোরেজে ধস, ১০ গরুর মৃত্যু

বুড়িচং (কুমিল্লা): বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় চারতলার সমান উঁচু একটি কোল্ড স্টোরেজ ধসে পড়েছে। আজ সকাল ৬টার দিকে এ ঘটনার সময় বিকট শব্দ হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে বিপুল পরিমাণ আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পাশের একটি খামারের ১০টি গরু মারা গেছে।

স্থানীয়রা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নম্বর মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত মোকাম কোল্ড স্টোরেজ লিমিটেড। এ মোকামের ভবনটি প্রায় ৫০ বছরের পুরোনো। সকালে বিকট শব্দ শুনে তাঁরা এখানে এসে দেখেন কোল্ড স্টোরেজটি ধসে পড়েছে।

এ ঘটনায় স্টোরেজটিতে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলুর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্টোরেজ কর্তৃপক্ষ।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, ভবন ধসে কোনো মানুষের মৃত্যু না হলেও পাশের একটি খামারের ১০টি গরুর মৃত্যু হয়েছে। কোল্ড স্টোরেজের গ্যাসের প্রভাবে এগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুমিল্লা সদর ও চান্দিনা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট খামারের বাকি গরুগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত