Ajker Patrika

বুড়িচংয়ে অর্ধশতকের পুরোনো কোল্ড স্টোরেজে ধস, ১০ গরুর মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২১, ১৬: ৪৩
বুড়িচংয়ে অর্ধশতকের পুরোনো কোল্ড স্টোরেজে ধস, ১০ গরুর মৃত্যু

বুড়িচং (কুমিল্লা): বুড়িচং উপজেলার কাবিলা বাজার এলাকায় চারতলার সমান উঁচু একটি কোল্ড স্টোরেজ ধসে পড়েছে। আজ সকাল ৬টার দিকে এ ঘটনার সময় বিকট শব্দ হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে বিপুল পরিমাণ আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই পাশের একটি খামারের ১০টি গরু মারা গেছে।

স্থানীয়রা জানান, কুমিল্লার বুড়িচং উপজেলার ৭ নম্বর মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত মোকাম কোল্ড স্টোরেজ লিমিটেড। এ মোকামের ভবনটি প্রায় ৫০ বছরের পুরোনো। সকালে বিকট শব্দ শুনে তাঁরা এখানে এসে দেখেন কোল্ড স্টোরেজটি ধসে পড়েছে।

এ ঘটনায় স্টোরেজটিতে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলুর ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্টোরেজ কর্তৃপক্ষ।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, ভবন ধসে কোনো মানুষের মৃত্যু না হলেও পাশের একটি খামারের ১০টি গরুর মৃত্যু হয়েছে। কোল্ড স্টোরেজের গ্যাসের প্রভাবে এগুলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কুমিল্লা সদর ও চান্দিনা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট খামারের বাকি গরুগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত