Ajker Patrika

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৩: ০৮
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ জেলে জীবিত উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় এমভি আয়েশা নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে থাকা ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও ট্রলারটি এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

এমভি আয়েশা নামে ট্রলারটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী খালের। এটির মালিক জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. খোকন। 

সাগরে ডুবে যাওয়া ট্রলারের মাঝি নেছার উদ্দিন বলেন, ‘সাগর উত্তাল ছিল, মাছও পাওয়া গেছে প্রচুর। ট্রলারে ৫ হাজারের মতো ইলিশ মাছ ছিল। ট্রলার নিয়ে ঘাটে আসার পথে প্রবল জোয়ারের স্রোতে ট্রলারটি উল্টে যায়। পরে আমরা মাঝিমাল্লারা সবাই সাঁতরে অন্যান্য ট্রলারে গিয়ে উঠি। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ 

ট্রলারের মালিক খোকন জানান, ট্রলারটি সাগর থেকে ঘাটে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলারটি। পরে পাশে থাকা অন্য ট্রলার মাঝিমাল্লাদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। দুর্ঘটনার কবলে পড়া ট্রলারে ১৮ জন মাঝিমাল্লা ছিল। পরে ১২টার দিকে ঘাট থেকে আরও দুটি ট্রলার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে ডুবন্ত ট্রলারটি উদ্ধার করার জন্য। 

এ ঘটনায় হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিক মোবাইল ফোনে আমাকে বলেছেন। আমরাও খোঁজ-খবর নিচ্ছি। তবে কোনো হতাহতের ঘটনা আছে কি না, এখনো নিশ্চিত হতে পারিনি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত