জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির জুরাছড়িতে টানা চার দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ২০২ হেক্টর ফসলি জমি। ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেছে পানি। এতে সাময়িক বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
আজ সোমবার খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি ইউনিয়নের লুলাংছড়ি, সাপছড়ি, সীতারামপাড়া, মিতিংগাছড়ি, ডেবাছড়া কুসুমছড়ি, বালুখালী, মধ্যভিটা, শীলছড়ি, ঘিলাতলী বনযোগীছড়া ইউনিয়নে বহেরাছড়ি, ধামাইপাড়া, ছোট পানছড়ি, বেকাবেক্যা, শুকনাছড়ি, চুমাচুমি মৈদং ইউনিয়নের পানছড়ি, ভুয়াতলী, জামের ছড়ি, হাজাছড়ি, বারাবান্যা দুমদুম ইউনিয়নে ডানেতেছড়ি, বস্তিপাড়া, বরকলক, করইদিয়া, চাম্পাইপাড়া, গবছড়ি প্লাবিত হয়েছে।
প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যানরা।
দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, আউশের খেতসহ পাহাড় ভাঙার খবর পাওয়া গেছে। এ ছাড়া প্রাথমিকভাবে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতির খবর পাওয়া গেছে।
মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা জানান, পাহাড়ি ঢল নামায় নিম্নাঞ্চলে বসবাসকারীদের আতঙ্কে থাকতে হচ্ছে। এ ছাড়া পাড়া ধসের আশঙ্কায় বেড়েই চলছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা বলেন, ‘এ পর্যন্ত মৈদং ইউনিয়নের শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি ইউনিয়নের ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার তথ্য পেয়েছি। এ ছাড়া মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের তথ্য নেওয়া হচ্ছে।’
এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, বন্যার প্রবল আশঙ্কা এলাকায় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহফুজ আহমেদ সরকার বলেন, আউশ, আমন ও শাকসবজির খেতসহ ২০২ হেক্টর জমি প্লাবিত হওয়ার প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, উপজেলায় ক্ষয়ক্ষতির এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা তৈরির করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বড় ধরনের ক্ষতির এড়াতে পুলিশ ও উপজেলা পরিষদের একটি টিম মাঠে কাজ করছে।
রাঙামাটির জুরাছড়িতে টানা চার দিনের ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ২০২ হেক্টর ফসলি জমি। ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করেছে পানি। এতে সাময়িক বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম।
আজ সোমবার খোঁজ নিয়ে জানা গেছে, জুরাছড়ি ইউনিয়নের লুলাংছড়ি, সাপছড়ি, সীতারামপাড়া, মিতিংগাছড়ি, ডেবাছড়া কুসুমছড়ি, বালুখালী, মধ্যভিটা, শীলছড়ি, ঘিলাতলী বনযোগীছড়া ইউনিয়নে বহেরাছড়ি, ধামাইপাড়া, ছোট পানছড়ি, বেকাবেক্যা, শুকনাছড়ি, চুমাচুমি মৈদং ইউনিয়নের পানছড়ি, ভুয়াতলী, জামের ছড়ি, হাজাছড়ি, বারাবান্যা দুমদুম ইউনিয়নে ডানেতেছড়ি, বস্তিপাড়া, বরকলক, করইদিয়া, চাম্পাইপাড়া, গবছড়ি প্লাবিত হয়েছে।
প্লাবিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্ব স্ব ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যানরা।
দুমদুম্যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাধন কুমার চাকমা বলেন, আউশের খেতসহ পাহাড় ভাঙার খবর পাওয়া গেছে। এ ছাড়া প্রাথমিকভাবে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতির খবর পাওয়া গেছে।
মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা জানান, পাহাড়ি ঢল নামায় নিম্নাঞ্চলে বসবাসকারীদের আতঙ্কে থাকতে হচ্ছে। এ ছাড়া পাড়া ধসের আশঙ্কায় বেড়েই চলছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা বলেন, ‘এ পর্যন্ত মৈদং ইউনিয়নের শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জামেরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি ইউনিয়নের ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পাহাড়ি ঢলে প্লাবিত হওয়ার তথ্য পেয়েছি। এ ছাড়া মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের তথ্য নেওয়া হচ্ছে।’
এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, বন্যার প্রবল আশঙ্কা এলাকায় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাহফুজ আহমেদ সরকার বলেন, আউশ, আমন ও শাকসবজির খেতসহ ২০২ হেক্টর জমি প্লাবিত হওয়ার প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, উপজেলায় ক্ষয়ক্ষতির এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা তৈরির করে জেলা প্রশাসকের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া বড় ধরনের ক্ষতির এড়াতে পুলিশ ও উপজেলা পরিষদের একটি টিম মাঠে কাজ করছে।
নগরবাসীর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার উদ্দেশ্যে ২০২১ সালের ডিসেম্বরে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৯০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। দুই কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত এসব ক্যামেরায় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় গাড়ির নম্বর শনাক্তকরণ, মানুষের মুখাবয়ব চেনার স
৬ মিনিট আগেরাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটির কাঠামোই দৃশ্যত সোমবারের বিপর্যয়কে এতটা প্রাণঘাতী করে তুলেছে। সরেজমিন ঘুরে এবং ভুক্তভোগী অভিভাবকদের সঙ্গে কথা বলে এমন ধারণাই পাওয়া গেছে।
২ ঘণ্টা আগেঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত আরসিসি সড়ক উদ্বোধনের মাত্র দুই মাসের মাথায় ধসে পড়েছে। খালের পাড়ঘেঁষা গাইড ওয়াল ভেঙে পড়ায় সড়কের একটি বড় অংশ এখন কার্যত শূন্যে ঝুলছে। ভারী যানবাহন চলাচলের ফলে পুরো রাস্তা ধসে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
৪ ঘণ্টা আগেস্বপ্নের দেশ ইতালি। সেখানে গিয়ে নিজেরসহ পরিবারের সব স্বপ্ন পূরণ করবেন। এই আশায় লিবিয়া হয়ে অবৈধভাবে ইউরোপের দেশটিতে যাওয়ার জন্য বের হয়ে নিখোঁজ আছেন মাদারীপুরের রাজৈরের ১৪ যুবক। পাঁচ মাস ধরে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনেরা।
৪ ঘণ্টা আগে