Ajker Patrika

ফেনীতে ১ হাজার ২৩০ লিটার চোরাই ডিজেলসহ আটক ৪ 

ফেনী প্রতিনিধি
ফেনীতে ১ হাজার ২৩০ লিটার চোরাই ডিজেলসহ আটক ৪ 

ফেনীতে এক হাজার ২৩০ লিটার চোরাই ডিজেলসহ ৪ জনকে আটক করেছে র‍্যাব। আজ সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় অভিযান চালিয়ে চোরাই ডিজেল বেচাকেনার সময় তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. আহাম্মদ আলী (৩৫), মো. খুরশিদ আলম (৩৮), মো. খুরশিদ আলম (৭০ ও নিজাম উদ্দিন (৬৫)। 

র‍্যাবের ফেনী ক্যাম্প সূত্র জানা গেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুর এলাকায় চোরাই ডিজেল বেচাকেনা চলছে। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন সাইজের ১২টি তেলের গ্যালন ও ৪টি ড্রামে ১ হাজার ২৩০ লিটার চোরাই ডিজেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।’ 

র‍্যাবের ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী বলেন, ‘গ্রেপ্তার আসামি ও জব্দ করা মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত