Ajker Patrika

তিতাসে কলেজশিক্ষার্থীকে খুনের ঘটনায় ৮ দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসে কলেজশিক্ষার্থীকে খুনের ঘটনায় ৮ দাখিল পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা 

কুমিল্লার তিতাস উপজেলায় প্রেমের ঘটনার জেরে কলেজশিক্ষার্থীকে খুনের ঘটনায় আটক ৮ দাখিল পরীক্ষার্থীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত কলেজশিক্ষার্থী সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার মামলাটি দায়ের করেন। 

আজ শুক্রবার সকাল ১১টায় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এক প্রেস ব্রিফিংয়ে মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি সুধীন চন্দ্র দাস বলেন, নিহত সিয়ামের চাচাতো বোনের সঙ্গে মেঘনা উপজেলার ব্রাহ্মনচর নয়াগাঁও সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী নাজমুল হাসানের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনার জেরে দীর্ঘদিন ধরে নিহত সিয়ামের সঙ্গে নাজমুলের বাগ্‌বিতণ্ডা হয়ে আসছিল। এরই জেরে গতকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষে দাখিল পরীক্ষার্থী নাজমুলসহ তাঁর সহপাঠীরা সংঘবদ্ধ হয়ে সিয়ামের ওপর আক্রমণ করে এবং একপর্যায়ে ছুরিকাঘাতে খুন করে। 

ওসি সুধীন চন্দ্র দাস জানান, আটক আটজনকে আজ কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে। 

মামলার আসামি হলেন-নাজমুল হাসান (১৯), ওমর ফারুক (১৯), জুনায়েদ হোসেন শুভ (১৯), সাকিব হাসান (১৯), সায়মুন মিয়া (১৮), মাসুম বিল্লা (১৯), জুনায়েদ ইসলাম সৌরভ (১৮) ও মুকুল আহম্মেদ (১৮)। 

মামলার বাদী নিহত সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের তাৎক্ষণিক তিতাস থানা-পুলিশ গ্রেপ্তার করায় তাঁদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ছেলে হত্যার বিচার চাই।’

গ্রেপ্তার মুকুল আহম্মেদের বড় ভাই হাসিব বলেন, ‘আমার ভাই নির্দোষ বলে আমাকে জানিয়েছে।’

গ্রেপ্তার মাসুম বিল্লার বাবা আওলাদ হোসেন বলেন, ‘আমার ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না।। সন্দেহমূলকভাবে আমার ছেলেকে আসামি করা হয়েছে। আমি এই মামলার সঠিক তদন্তের দাবি করছি।’ 

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা গেটের সামনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র থেকে আটজন দাখিল পরীক্ষার্থী বের হয়ে সিয়ামের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা সিয়ামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রাশেদা আক্তার নামে এক নারী ও স্থানীয় এক সাংবাদিক আহত সিয়ামকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত