তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার তিতাস উপজেলায় প্রেমের ঘটনার জেরে কলেজশিক্ষার্থীকে খুনের ঘটনায় আটক ৮ দাখিল পরীক্ষার্থীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত কলেজশিক্ষার্থী সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার মামলাটি দায়ের করেন।
আজ শুক্রবার সকাল ১১টায় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এক প্রেস ব্রিফিংয়ে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি সুধীন চন্দ্র দাস বলেন, নিহত সিয়ামের চাচাতো বোনের সঙ্গে মেঘনা উপজেলার ব্রাহ্মনচর নয়াগাঁও সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী নাজমুল হাসানের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনার জেরে দীর্ঘদিন ধরে নিহত সিয়ামের সঙ্গে নাজমুলের বাগ্বিতণ্ডা হয়ে আসছিল। এরই জেরে গতকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষে দাখিল পরীক্ষার্থী নাজমুলসহ তাঁর সহপাঠীরা সংঘবদ্ধ হয়ে সিয়ামের ওপর আক্রমণ করে এবং একপর্যায়ে ছুরিকাঘাতে খুন করে।
ওসি সুধীন চন্দ্র দাস জানান, আটক আটজনকে আজ কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার আসামি হলেন-নাজমুল হাসান (১৯), ওমর ফারুক (১৯), জুনায়েদ হোসেন শুভ (১৯), সাকিব হাসান (১৯), সায়মুন মিয়া (১৮), মাসুম বিল্লা (১৯), জুনায়েদ ইসলাম সৌরভ (১৮) ও মুকুল আহম্মেদ (১৮)।
মামলার বাদী নিহত সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের তাৎক্ষণিক তিতাস থানা-পুলিশ গ্রেপ্তার করায় তাঁদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ছেলে হত্যার বিচার চাই।’
গ্রেপ্তার মুকুল আহম্মেদের বড় ভাই হাসিব বলেন, ‘আমার ভাই নির্দোষ বলে আমাকে জানিয়েছে।’
গ্রেপ্তার মাসুম বিল্লার বাবা আওলাদ হোসেন বলেন, ‘আমার ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না।। সন্দেহমূলকভাবে আমার ছেলেকে আসামি করা হয়েছে। আমি এই মামলার সঠিক তদন্তের দাবি করছি।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা গেটের সামনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র থেকে আটজন দাখিল পরীক্ষার্থী বের হয়ে সিয়ামের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা সিয়ামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রাশেদা আক্তার নামে এক নারী ও স্থানীয় এক সাংবাদিক আহত সিয়ামকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লার তিতাস উপজেলায় প্রেমের ঘটনার জেরে কলেজশিক্ষার্থীকে খুনের ঘটনায় আটক ৮ দাখিল পরীক্ষার্থীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত কলেজশিক্ষার্থী সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার মামলাটি দায়ের করেন।
আজ শুক্রবার সকাল ১১টায় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস এক প্রেস ব্রিফিংয়ে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি সুধীন চন্দ্র দাস বলেন, নিহত সিয়ামের চাচাতো বোনের সঙ্গে মেঘনা উপজেলার ব্রাহ্মনচর নয়াগাঁও সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থী নাজমুল হাসানের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। এ ঘটনার জেরে দীর্ঘদিন ধরে নিহত সিয়ামের সঙ্গে নাজমুলের বাগ্বিতণ্ডা হয়ে আসছিল। এরই জেরে গতকাল বৃহস্পতিবার পরীক্ষা শেষে দাখিল পরীক্ষার্থী নাজমুলসহ তাঁর সহপাঠীরা সংঘবদ্ধ হয়ে সিয়ামের ওপর আক্রমণ করে এবং একপর্যায়ে ছুরিকাঘাতে খুন করে।
ওসি সুধীন চন্দ্র দাস জানান, আটক আটজনকে আজ কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার আসামি হলেন-নাজমুল হাসান (১৯), ওমর ফারুক (১৯), জুনায়েদ হোসেন শুভ (১৯), সাকিব হাসান (১৯), সায়মুন মিয়া (১৮), মাসুম বিল্লা (১৯), জুনায়েদ ইসলাম সৌরভ (১৮) ও মুকুল আহম্মেদ (১৮)।
মামলার বাদী নিহত সিয়ামের বাবা হেলাল উদ্দিন সরকার বলেন, ‘আমার ছেলের হত্যাকারীদের তাৎক্ষণিক তিতাস থানা-পুলিশ গ্রেপ্তার করায় তাঁদের ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ছেলে হত্যার বিচার চাই।’
গ্রেপ্তার মুকুল আহম্মেদের বড় ভাই হাসিব বলেন, ‘আমার ভাই নির্দোষ বলে আমাকে জানিয়েছে।’
গ্রেপ্তার মাসুম বিল্লার বাবা আওলাদ হোসেন বলেন, ‘আমার ছেলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না।। সন্দেহমূলকভাবে আমার ছেলেকে আসামি করা হয়েছে। আমি এই মামলার সঠিক তদন্তের দাবি করছি।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার গাজীপুর আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা গেটের সামনে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, আজিজিয়া সিনিয়র দাখিল মাদ্রাসা পরীক্ষাকেন্দ্র থেকে আটজন দাখিল পরীক্ষার্থী বের হয়ে সিয়ামের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় তারা সিয়ামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রাশেদা আক্তার নামে এক নারী ও স্থানীয় এক সাংবাদিক আহত সিয়ামকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৪ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৪ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৪ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৪ ঘণ্টা আগে