নিজস্ব প্রতিবেদক, টেকনাফ থেকে
স্ত্রী হাঁটতে পারেন না, তাই ঝোড়ো হাওয়াসহ দুর্যোগের মুখে দাঁড়িয়েও নিজেদের টিনের চাল ও পলিথিনে মোড়ানো বাড়ি থেকে বের হয়নি মোহাম্মদ আলীর পরিবার। এদিকে ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে ঘরের চাল, ছিঁড়ে গেছে পলিথিন। আজ রোববার দুপুরে কথা হয় টেকনাফের মহেশখালীর সমুদ্র উপকূলের বাসিন্দা মোহাম্মদ আলীর সঙ্গে।
মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে জানান, তাঁর স্ত্রী অসুস্থ। হাঁটতে পারেন না। এখান থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার এখন কোনো উপায় নেই। ঝড়ে যেভাবে গাছ ভেঙে পড়ছে, তাতে সুস্থ মানুষেরই রাস্তা দিয়ে যেতে অসুবিধা হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এখন তাণ্ডব চালাচ্ছে টেকনাফ উপজেলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে। দুপুর ১২টার পর থেকেই বাড়তে থাকে বাতাসে বৃষ্টির মাত্রা। ১টার মধ্যেই শুরু হয় ঝড়-বৃষ্টি।
কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়েছে রাস্তার দুপাশে থাকা গাছ। উপকূলীয় অঞ্চলে অনেকের টিনের চাল, পলিথিন দিয়ে তৈরি ঘরবাড়ি বাতাসের তোড়ে উড়ে গেছে। তবে এখনো অনেক মানুষই বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যায়নি। তারা বলছে, বাতাসের গতি বাড়লে তারা আশ্রয়কেন্দ্রের দিকে যাবে, এর আগে নয়।
মহেশখালী এলাকার প্রাথমিক বিদ্যালয়টি আশ্রয়কেন্দ্র সাইক্লোন সেল্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাইক্লোন সেল্টারের পেছনেই কয়েকটি বাড়ি-ঘর আছে, যেগুলো ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকটি বাড়ির ওপরে টিনের চাল পলিথিনের পর্দা উড়ে গেছে।
তবে আশ্রয়কেন্দ্রে লোকজনের উপস্থিতি বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির দপ্তরি মোহাম্মদ বিলাল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখন মানুষ ভয় পাচ্ছে এবং আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে। তবে অনেকেই এখনো আশ্রয়কেন্দ্রে আসেনি।’
গতকাল রাতে যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিল, তারা ঝড়-বৃষ্টি না থাকায় সকালে বাড়িতে ফিরে গেছে। আজ দুপুরের পরে ঝড়ের আধিক্য বাড়তে থাকায় তারা আবার আশ্রয়কেন্দ্রে ফিরতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাগরে। বাতাসের গতিবেগ ১৬৯ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান গতকাল জানিয়েছিলেন, এখন পর্যন্ত ২৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
স্ত্রী হাঁটতে পারেন না, তাই ঝোড়ো হাওয়াসহ দুর্যোগের মুখে দাঁড়িয়েও নিজেদের টিনের চাল ও পলিথিনে মোড়ানো বাড়ি থেকে বের হয়নি মোহাম্মদ আলীর পরিবার। এদিকে ঝোড়ো হাওয়ায় উড়ে গেছে ঘরের চাল, ছিঁড়ে গেছে পলিথিন। আজ রোববার দুপুরে কথা হয় টেকনাফের মহেশখালীর সমুদ্র উপকূলের বাসিন্দা মোহাম্মদ আলীর সঙ্গে।
মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে জানান, তাঁর স্ত্রী অসুস্থ। হাঁটতে পারেন না। এখান থেকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার এখন কোনো উপায় নেই। ঝড়ে যেভাবে গাছ ভেঙে পড়ছে, তাতে সুস্থ মানুষেরই রাস্তা দিয়ে যেতে অসুবিধা হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ এখন তাণ্ডব চালাচ্ছে টেকনাফ উপজেলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে। দুপুর ১২টার পর থেকেই বাড়তে থাকে বাতাসে বৃষ্টির মাত্রা। ১টার মধ্যেই শুরু হয় ঝড়-বৃষ্টি।
কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড়ের কারণে ভেঙে পড়েছে রাস্তার দুপাশে থাকা গাছ। উপকূলীয় অঞ্চলে অনেকের টিনের চাল, পলিথিন দিয়ে তৈরি ঘরবাড়ি বাতাসের তোড়ে উড়ে গেছে। তবে এখনো অনেক মানুষই বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যায়নি। তারা বলছে, বাতাসের গতি বাড়লে তারা আশ্রয়কেন্দ্রের দিকে যাবে, এর আগে নয়।
মহেশখালী এলাকার প্রাথমিক বিদ্যালয়টি আশ্রয়কেন্দ্র সাইক্লোন সেল্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাইক্লোন সেল্টারের পেছনেই কয়েকটি বাড়ি-ঘর আছে, যেগুলো ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কয়েকটি বাড়ির ওপরে টিনের চাল পলিথিনের পর্দা উড়ে গেছে।
তবে আশ্রয়কেন্দ্রে লোকজনের উপস্থিতি বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যালয়টির দপ্তরি মোহাম্মদ বিলাল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখন মানুষ ভয় পাচ্ছে এবং আশ্রয়কেন্দ্রে আসা শুরু করেছে। তবে অনেকেই এখনো আশ্রয়কেন্দ্রে আসেনি।’
গতকাল রাতে যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছিল, তারা ঝড়-বৃষ্টি না থাকায় সকালে বাড়িতে ফিরে গেছে। আজ দুপুরের পরে ঝড়ের আধিক্য বাড়তে থাকায় তারা আবার আশ্রয়কেন্দ্রে ফিরতে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে সাগরে। বাতাসের গতিবেগ ১৬৯ থেকে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান গতকাল জানিয়েছিলেন, এখন পর্যন্ত ২৫ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।
আরও পড়ুন:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৭ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে