Ajker Patrika

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫১
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ও আজ শুক্রবার ভোররাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগাহাট এক্সেল লোড কন্ট্রোল স্টেশন (ওজন স্কেল) এবং টেরিয়াইল এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত মো. মাঈন উদ্দিনের (৩২) বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি বড়দারোগাহাট ওজন স্কেলে নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন। এ ছাড়া অপর দুর্ঘটনায় নিহত সোহাগ পরিবহনের বাস সহকারী আবদুল্লাহ ওমর (৪৪)। তিনি ঢাকার মধ্য বাড্ডার শামসুল আলমের ছেলে। 

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বড়দারোগার ওজন স্কেলে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মাঈন উদ্দিন। রাত দেড়টায় সড়ক পারাপারের সময় দ্রুতগতিতে আসা ঢাকামুখী একটি পিকআপ ভ্যান তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

তাঁরা আরও জানান, আজ ভোররাতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেখপাড়া হয়ে উল্টো পথে চলতে শুরু করে। বাসটি মহাসড়কের টেরিয়াইল এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামমুখী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসে থাকা চালকের সহকারী আবদুল্লাহ ওমরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর আহত হয় বাসে থাকা নারী-পুরুষসহ ১০ জন যাত্রী। 

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. আবদুল্লাহ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত বাস ও লরিটি সরিয়ে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আনসার সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ আনসার–ভিডিপির জেলা কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া অন্য দুর্ঘটনায় নিহত বাস চালকের সহকারীর লাশটি ফাঁড়িতে রাখা হয়েছে। সোহাগ পরিবহনের মালিক কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত