হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে আপন দুই ছেলের বিরুদ্ধে তাঁদের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ধারালো দা দিয়ে ওই দুই ছেলে বাবা মো. শাহা আলমকে (৪৮) কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত দুই ছেলে হলেন-মো. জাহেদুল ইসলাম ও মো. খোরশেদুল আলম।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীন মোহাম্মদ মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানা-পুলিশ মৃতের মেজ ছেলে মো. জাহেদুল ইসলামকে (১৯) আটক করেছে।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বাবা মো. শাহা আলম ও মা তাহেরা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু হয়। এরই মধ্যে দুই ছেলে নামাজ শেষে বাসায় ফিরে আসে। এরপর তাঁরাও বাবা-মায়ের কথা-কাটাকাটিতে হস্তক্ষেপ শুরু করে। এতে পিতা শাহা আলম ধারালো দা নিয়ে ছেলেদের ওপর চড়াও হয়। একপর্যায়ে মেজ ছেলে ও ছোট ছেলে তাঁদের বাবাকে ওই দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর জখম হওয়া মো. শাহা আলমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিমা আক্তার সুমি তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডা. তাসলিমা আক্তার সুমি বলেন, ‘অতিরিক্ত রক্ষক্ষরণে শাহা আলমের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরের একাধিক স্থানে ধারালো দা দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।’
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে মো. শাহা আলম নামে এক ব্যক্তিকে তাঁর আপন ছেলেরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মৃতের মেজ ছেলে জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে আপন দুই ছেলের বিরুদ্ধে তাঁদের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ধারালো দা দিয়ে ওই দুই ছেলে বাবা মো. শাহা আলমকে (৪৮) কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত দুই ছেলে হলেন-মো. জাহেদুল ইসলাম ও মো. খোরশেদুল আলম।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীন মোহাম্মদ মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানা-পুলিশ মৃতের মেজ ছেলে মো. জাহেদুল ইসলামকে (১৯) আটক করেছে।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বাবা মো. শাহা আলম ও মা তাহেরা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু হয়। এরই মধ্যে দুই ছেলে নামাজ শেষে বাসায় ফিরে আসে। এরপর তাঁরাও বাবা-মায়ের কথা-কাটাকাটিতে হস্তক্ষেপ শুরু করে। এতে পিতা শাহা আলম ধারালো দা নিয়ে ছেলেদের ওপর চড়াও হয়। একপর্যায়ে মেজ ছেলে ও ছোট ছেলে তাঁদের বাবাকে ওই দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর জখম হওয়া মো. শাহা আলমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিমা আক্তার সুমি তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডা. তাসলিমা আক্তার সুমি বলেন, ‘অতিরিক্ত রক্ষক্ষরণে শাহা আলমের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরের একাধিক স্থানে ধারালো দা দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।’
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে মো. শাহা আলম নামে এক ব্যক্তিকে তাঁর আপন ছেলেরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মৃতের মেজ ছেলে জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) পিইপিঅ্যান্ডএম বিভাগে কর্মরত মহাব্যবস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজীকে কাজের স্বার্থে সংস্থার আওতাধীন বড়পুকুরিয়া...
৯ মিনিট আগেসুনামগঞ্জে বাস ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন রোববার সন্ধ্যার পর সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর জন্য আমার কাছে সরকারি কোনো নির্দেশনা আসেনি। তাই আমি ছবি সরাতে যাইনি। মূলত বিদ্যালয় এলাকার একটি মহল সকালে বিদ্যালয়ে এসে দেয়ালে বঙ্গবন্ধুর ছবি দেখে ক্ষোভ প্রকাশ করে।’
১ ঘণ্টা আগেআলমগীর জানান, বাড়ির পাশের কুমড়োর খালের ধারে শূন্যরেখা বরাবর তাঁর একটি মাছের ঘের রয়েছে। অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যাওয়ায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘেরে নেট দিতে গেলে ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ছররা গুলি ছোড়ে। এতে তাঁর মাথা, মুখ, ডান চোখসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।
১ ঘণ্টা আগে