Ajker Patrika

দুই ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
দুই ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের হাটহাজারীতে পারিবারিক কলহের জেরে আপন দুই ছেলের বিরুদ্ধে তাঁদের বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ধারালো দা দিয়ে ওই দুই ছেলে বাবা মো. শাহা আলমকে (৪৮) কুপিয়ে গুরুতর আহত করে। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত দুই ছেলে হলেন-মো. জাহেদুল ইসলাম ও মো. খোরশেদুল আলম। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীন মোহাম্মদ মুন্সীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থানা-পুলিশ মৃতের মেজ ছেলে মো. জাহেদুল ইসলামকে (১৯) আটক করেছে। 

থানা-পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বাবা মো. শাহা আলম ও মা তাহেরা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে কথা-কাটাকাটি শুরু হয়। এরই মধ্যে দুই ছেলে নামাজ শেষে বাসায় ফিরে আসে। এরপর তাঁরাও বাবা-মায়ের কথা-কাটাকাটিতে হস্তক্ষেপ শুরু করে। এতে পিতা শাহা আলম ধারালো দা নিয়ে ছেলেদের ওপর চড়াও হয়। একপর্যায়ে মেজ ছেলে ও ছোট ছেলে তাঁদের বাবাকে ওই দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। 

পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর জখম হওয়া মো. শাহা আলমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসলিমা আক্তার সুমি তাঁকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ডা. তাসলিমা আক্তার সুমি বলেন, ‘অতিরিক্ত রক্ষক্ষরণে শাহা আলমের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। তাঁর শরীরের একাধিক স্থানে ধারালো দা দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।’ 

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে মো. শাহা আলম নামে এক ব্যক্তিকে তাঁর আপন ছেলেরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় মৃতের মেজ ছেলে জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযুক্তদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত