Ajker Patrika

জানুয়ারিতেই তিন অগ্নিকাণ্ড, ক্যাম্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা বলছে রোহিঙ্গারা  

ইফতিয়াজ নুর নিশান, (উখিয়া) কক্সবাজার
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২০: ০২
জানুয়ারিতেই তিন অগ্নিকাণ্ড, ক্যাম্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা বলছে রোহিঙ্গারা  

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নং রোহিঙ্গা ক্যাম্পে গতকাল সোমবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ৩০টি ঘর ও ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মাদ্রাসা। ২০২২ সাল শুরু হওয়ার পর চলতি জানুয়ারির ১৮ দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই নিয়ে তৃতীয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। 

সোমবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের জি-২ ব্লকে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়তে থাকে। এক ঘণ্টা পর স্থানীয় রোহিঙ্গা ও ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন।
 
উখিয়া ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে কর্মরত একজন কর্মকর্তা জানান, ‘খবর পেয়ে আমাদের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। এক ঘণ্টার মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’ 

ক্যাম্প প্রশাসন সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৩৬ জন রোহিঙ্গা গৃহহারা হয়েছে। যাদের ২৭টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে, ২টি ঘর ও ১টি মাদ্রাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আগুন লাগার পর ক্যাম্পের অবস্থাতবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা নিশ্চিত হওয়া না গেলেও অগ্নিদুর্গত রোহিঙ্গা ও আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। 

এ প্রসঙ্গে অগ্নিকাণ্ডে ঘর হারানো ওয়াজিদ (৭০) নামে এক রোহিঙ্গা বলেন, ‘আমরা ঘরের সবাই ঘুমাচ্ছিলাম। আগুন লাগার পর চিৎকার শুনে কোনো রকমে বেরিয়ে পড়ি। এত রাতে কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না, হতে পারে কেউ লাগিয়ে দিয়েছে।’

১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক বলেন, ‘প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে এমন ধারণা থেকে আমরা অনুসন্ধান করছি। কোনো দুষ্কৃতকারী শনাক্ত হলে আমরা আইনের আওতায় নিয়ে আসব।’

অগ্নিদুর্গত ব্যক্তিদের বাসস্থান, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। 

এদিকে, ৯ জানুয়ারি উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে যায় প্রায় ৬০০ ঘর। তার আগে এ বছরের ২ জানুয়ারি ২০ এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতালেও আগুন লাগে, ক্ষতিগ্রস্ত হয় হাসপাতালটির ৭০ শয্যা। 

আগুন লাগার পর ক্যাম্পের অবস্থাশফিউল্লাহ কাটার অগ্নিকাণ্ড গ্যাসের চুলা থেকে হয়েছে এমন দাবি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা করলেও ওই অগ্নিকাণ্ডসহ সোমবার মধ্যরাতের অগ্নিকাণ্ড এবং হাসপাতাল পুড়ে যাওয়ার ঘটনাকে ক্যাম্পকে অস্থিতিশীল করার পাঁয়তারা বলছে অনেক সাধারণ রোহিঙ্গা। 

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত তরুণ মোহাম্মদ আমিন (২৬) বলেন, ‘আমরা রাতে ঘুমাতে পারছি না, বারবার আগুনের ঘটনা ঘটছে। ক্যাম্পকে অশান্ত করতে একটি চক্র বারবার পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে আগুন লাগাচ্ছে, জানি না কখন এই আতঙ্ক শেষ হবে।’

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড এখন নিয়মিত ঘটনা হয়ে উঠছে। গত বছর ২২ মার্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ক্যাম্পের ১০ হাজার ঘর পুড়ে যায়, ওই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে।

রোহিঙ্গা সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত