Ajker Patrika

গহিন অরণ্যে পাচারের সময় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২: ৪১
গহিন অরণ্যে পাচারের সময় অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গহিন অরণ্য থেকে অস্ত্রসহ চার রোহিঙ্গা অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। এ সময় তাঁদের কাছ থেকে দেশি-বিদেশি আটটি অস্ত্র উদ্ধার করা হয়। আজ শুক্রবার ভোররাতে তাঁদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন—মো. নুর, নাজিমুল্লাহ, আমান উল্লাহ, মো. খাইরুল আমিন। তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 

র‍্যাবের সূত্রে জানা যায়, উখিয়ার ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী রাবার বাগানের গহিন অরণ্য দিয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে চোরাকারবারিরা অস্ত্র চালান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র‍্যাবের একটি দল। 

এ বিষয়ে র‍্যাব-১৫-এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার আজকের পত্রিকাকে বলেন, 'খবর পেয়ে পুরো এলাকাটি নিয়ন্ত্রণে নেন র‍্যাবের সদস্যরা। রাতভর অভিযানের একপর্যায়ে দুর্গম পথ দিয়ে কাঠুরিয়া বেশে চারজন সন্দেহভাজন র‍্যাব সদস্যদের তল্লাশির মুখে পড়েন। এ সময় তাঁদের দুজনের কাছ থেকে কোমরে গুঁজে রাখা দুটি দেশীয় অস্ত্র এবং অপর দুজনের কাছে লাকড়ির ভেতরে ছয়টি দেশি-বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ গোলা-বারুদ, ম্যাগাজিন জব্দ করা হয়।' 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সীমান্তবর্তী এই গহিন অরণ্যের পথ দিয়ে বিভিন্ন অপরাধে জড়িত রোহিঙ্গারা অবাধে চলাফেরা করেন। ফলে এই পথ অবৈধ অস্ত্র ও মাদক পাচারের নিরাপদ ট্রানজিটে পরিণত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত