Ajker Patrika

রোহিঙ্গা ক্যাম্পে ড্যানিশ রাজকন্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  
রোহিঙ্গা ক্যাম্পে ড্যানিশ রাজকন্যা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ডেনমার্কের রাজকন্যা ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এ সময় ক্যাম্পে দৈনন্দিন জীবনযাপন ও নানা বিষয় নিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন রাজকন্যা। পরে তিনি উখিয়ার স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও মতবিনিময় করেন।

আজ মঙ্গলবার সকাল ৯ টায় উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। প্রথমে তিনি ৫ নম্বর ক্যাম্পে যান। সেখানে তিনি দোভাষীর মাধ্যমে রোহিঙ্গা শিশু-যুবকদের সঙ্গে কথা বলেন।

৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল বশর (৫০) নামে এক রোহিঙ্গা জানান, ডেনমার্কের রাজকন্যা তাঁদের সঙ্গে কথা বলেছেন, শিশুদের সঙ্গে আনন্দ করেছেন। উনি আসাতে খুশি তাঁরা।

দুপুরে ৬ ও ৮ নম্বর ক্যাম্পে ডেনমার্কের সংস্থা ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে ঘুরে দেখেন তিনি। সেখানে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি নিজেও রোপণ করেন গাছের চারা।

রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের সঙ্গে আনন্দ করেছেন ড্যানিশ রাজকন্যাপরিদর্শন শেষে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন ম্যারি, যেখানে ক্যাম্পের চলমান মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় ম্যারি বলেন, ‘রোহিঙ্গাদের জন্য ডেনমার্কের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা বাংলাদেশকে ও সহযোগিতা করব তাঁদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য।’

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে বিকেলে উখিয়ার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ি গ্রামে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ড্যানিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সেখানে বাংলাদেশি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে তিন দিন রাষ্ট্রীয় সফরে সোমবার সকালে বাংলাদেশে এসে বিকেলে একটি বেসরকারি বিমানে কক্সবাজারে পৌঁছান তিনি। আগামীকাল বুধবার সকালে হেলিকপ্টারে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত