চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গুলিভর্তি পিস্তলসহ (রিভলবার) দাওদ সালমান (২৭) নামে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছ থেকে এক শিক্ষার্থীর মার্কশিট উদ্ধার করা হয়। পরে তাঁকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তাঁরা।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান,আজ বেলা ৩টার দিকে এফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে নিয়ে যাওয়ার সময় গুলিভর্তি পিস্তলসহ ওই যুবককে আটক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছে সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মার্কশিট ও কিছু কাগজপত্র পাওয়া যায়।
আটক যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। পরে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আটক হওয়া ওই যুবক আমাদের চবির সমন্বয়ক ইব্রাহিম রনি ভাইকে সার্টিফিকেট ও মার্কশিট নেওয়ার কথা বলে হলে প্রবেশ করার জন্য আমকে ফোন দেয়। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে, সে কথা না শুনে হলের গার্ডকে ধাক্কা দিয়ে জোর করে প্রবেশ করে। এরপর সে যখন তার জিনিসপত্র নিয়ে বের হয়, ততক্ষণে আমরা হলের সামনে চলে আসি। তার কাছে থাকা জিনিসপত্র চেক করার সময় আমরা গুলিভর্তি পিস্তলসহ কিছু গাঁজা পেয়েছি।’
তিনি বলেন, ‘আমরা তাকে আটক করার সময় সে আমাদের ওপর হামলার চেষ্টা করেছে। আমাদের সব সমন্বয়কের জীবন এখন হুমকির মুখে। ভিসি, প্রোভিসির ছত্রচ্ছায়ায় ক্যাম্পাসে এসব হচ্ছে। কারণ, আমরা অনেক দিন ধরে ভিসি ও প্রোভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছি।’
রাসেল আহমেদ আরও বলেন, ‘আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না। আমরা পিস্তলসহ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গুলিভর্তি পিস্তলসহ (রিভলবার) দাওদ সালমান (২৭) নামে এক যুবককে আটক করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছ থেকে এক শিক্ষার্থীর মার্কশিট উদ্ধার করা হয়। পরে তাঁকে সেনাবাহিনীর হাতে তুলে দেন তাঁরা।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান,আজ বেলা ৩টার দিকে এফ রহমান হলের ৪১৫ নম্বর কক্ষ থেকে নিয়ে যাওয়ার সময় গুলিভর্তি পিস্তলসহ ওই যুবককে আটক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাঁর কাছে সায়েদ ফুল মধু নামে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর মার্কশিট ও কিছু কাগজপত্র পাওয়া যায়।
আটক যুবক নিজেকে বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে পরিচয় দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান। পরে তাঁকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আটক হওয়া ওই যুবক আমাদের চবির সমন্বয়ক ইব্রাহিম রনি ভাইকে সার্টিফিকেট ও মার্কশিট নেওয়ার কথা বলে হলে প্রবেশ করার জন্য আমকে ফোন দেয়। তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললে, সে কথা না শুনে হলের গার্ডকে ধাক্কা দিয়ে জোর করে প্রবেশ করে। এরপর সে যখন তার জিনিসপত্র নিয়ে বের হয়, ততক্ষণে আমরা হলের সামনে চলে আসি। তার কাছে থাকা জিনিসপত্র চেক করার সময় আমরা গুলিভর্তি পিস্তলসহ কিছু গাঁজা পেয়েছি।’
তিনি বলেন, ‘আমরা তাকে আটক করার সময় সে আমাদের ওপর হামলার চেষ্টা করেছে। আমাদের সব সমন্বয়কের জীবন এখন হুমকির মুখে। ভিসি, প্রোভিসির ছত্রচ্ছায়ায় ক্যাম্পাসে এসব হচ্ছে। কারণ, আমরা অনেক দিন ধরে ভিসি ও প্রোভিসির পদত্যাগের দাবিতে আন্দোলন করছি।’
রাসেল আহমেদ আরও বলেন, ‘আমরা কেউ আইন নিজের হাতে তুলে নেব না। আমরা পিস্তলসহ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছি।’
ভারতে ঢোকার সময় বেনাপোল ইমিগ্রেশনে ৭ মামলার পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস ছামাদ আযাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টার দিকে ভারতে ঢোকার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেরাজধানীর হাইকোর্ট এলাকায় ট্রাক চাপায় সেন্টু ইসলাম (৪৫) নামে মোটরসাইকেল চালক মারা গেছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হাইকোর্ট কদম ফোয়ারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ২টার দিকে মৃত ঘোষণা করেন।
২০ মিনিট আগেবুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১ ঘণ্টা আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
১ ঘণ্টা আগে