Ajker Patrika

সরাইলে একইদিনে এক নারীকে দেওয়া হলো দুই ডোজ টিকা

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
সরাইলে একইদিনে এক নারীকে দেওয়া হলো দুই ডোজ টিকা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক নারীকে একই দিনে করোনার দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। আধা ঘণ্টার ব্যবধানে ওই নারীকে দুই বার টিকা হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুই ডোজ টিকা গ্রহণকারী ওই নারীর নাম রোজিনা বেগম (৩৮)। তিনি উপজেলার সৈয়দটুলা গ্রামের মো. মুসলিম খানের স্ত্রী।

গতকাল শনিবার বিকেল ৩টায় গণ টিকা দান ক্যাম্পেইন চলাকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রোজিনা বেগমের স্বামী মুসলিম খান জানান, দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসেন রোজিনা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকা নেন তিনি। এরপর টিকা কার্ডের জন্য রোজীনা কেন্দ্রেই অপেক্ষা করতে থাকেন। প্রায় আধা ঘণ্টা পর টিকাদানকর্মী আফরিন সুলতানা এসে আবারও রোজিনাকে টিকা দেন। দুই ডোজ টিকা নেওয়ার পর এখনো পর্যন্ত রোজিনার শারীরিক কোনো সমস্যা হয়নি। তবে পরবর্তীতে কোনো সমস্যা হয় কি'না সেই দুশ্চিন্তায় আছেন মুসলিম খান।

দুই ডোজ নেওয়ার বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া ওই টিকাকেন্দ্রে যান ঘটনাটি তদন্তের জন্য।

এ বিষয়ে জানতে চাইলে ডা. নোমান মিয়া বলেন, রোজিনা প্রথমে একবার টিকা নিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার কেন্দ্রে এসে বলেন তিনি টিকা কার্ড ফেলে গেছেন। তখন টিকাদানকর্মী আফরিন জিজ্ঞেস করলে বলেন তিনি টিকা নেননি। সে জন্য ওই নারীকে টিকা দেন। টিকা নেওয়ার পর ওই নারী চলে গেছেন। তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তিনি নিজের উৎসাহ থেকে এ কাজ করেছেন। তবে দুই ডোজ নিলেও ওই নারীর কোনো সমস্যা হবে না বলে জানান ডা. নোমান। 

তবে ডাবল ডোজ টিকার নেওয়ার পর ওই নারীর শরীরে এখনো পর্যন্ত কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন ক্যাম্পেইন সংশ্লিষ্টরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত