Ajker Patrika

পরীক্ষার ফল দিতে দেরি, প্রধান শিক্ষককে অভিভাবকের মারধর

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১০: ১১
পরীক্ষার ফল দিতে দেরি, প্রধান শিক্ষককে অভিভাবকের মারধর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বাবার বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরীক্ষার ফল প্রকাশে দেরি করার অভিযোগ এনে শিক্ষকের ওপর হামলা চালান ওই অভিভাবক।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বহাটি গ্রামে প্রধান শিক্ষক মো. নুর আলম সিদ্দিকীর (৫৫) ওপর হামলা চালান শিক্ষার্থীর বাবা ও পার্শ্ববর্তী ফরদাবাদ গ্রামের মো. ময়নাল হোসেন (৪৫)। এ সময় বিদ্যালয় বন্ধ করে দেওয়ার হুমকি দেন তিনি।

এ ঘটনায় আহত প্রধান শিক্ষকের কর্তব্যরত চিকিৎসক ফয়সাল কবির জয় আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁর মাথায় পাঁচটা সেলাই লেগেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।’

ভুক্তভোগী প্রধান শিক্ষক নুর আলম সিদ্দিকী বলেন, ‘বিদ্যালয়ের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালান তিনি। আমি অজ্ঞান হয়ে পড়লে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। আমি হামলার বিচার চাই।’
 
বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নৌশাদ মাহমুদ বলেন, ‘শিক্ষকের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেব।’

অভিযোগের বিষয়ে জানতে ময়নাল মিয়াকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী তাহমিনা আক্তার বলেন, ‘প্রধান শিক্ষকের সঙ্গে কী নিয়ে ঝগড়া হয়েছে জানি না। আমার স্বামী এখন বাড়িতে নেই।’

বাঞ্ছারামপুর মডেল থানার উপপরিদর্শক বিল্লাল হোসেন বলেন, ‘ভুক্তভোগী অভিযোগ দিয়েছেন। আমরা তদন্তে করে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত