Ajker Patrika

হাতিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় নারী কবিরাজের মৃতদেহ উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১১: ৩৪
হাতিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় নারী কবিরাজের মৃতদেহ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন থেকে মনোয়ারা বেগম ওরফে মানারি খনকার (৬০) নামের এক নারীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী এলাকায় কবিরাজি করতেন। আজ বুধবার সকালে বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

মনোয়ারা বেগম সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর মনোয়ারা বেগম এক ছেলে ও এক মেয়েসহ বাড়িতে বসবাস করতেন। পরে তাঁর ছেলে চট্টগ্রামে ও মেয়ে অন্য জায়গায় চলে যাওয়ায় বাড়িতে একাই থাকতেন তিনি। কবিরাজি করা এই নারী সব সময় বাড়িতে একা থাকতেন। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের বাড়িতেই ছিলেন। বুধবার সকালে স্থানীয় লোকজন তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে ভেতরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় মনোয়ারার মৃতদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত