নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদলের তিন নেতা-কর্মীকে মারধর করেছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. রিয়াদুল ইসলাম। সেই ছাত্রলীগ নেতাই এবার ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিলেন। গতকাল রোববার উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতিমূলক সভায় তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়।
স্থানীয় ছাত্রদল নেতাদের ভাষ্য, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সমুদয়কাঠি ইউনিয়ন কমিটির স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন রিয়াদুল ইসলাম। তিনি জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা সাইদুল হাওলাদারের ছেলে।
ছাত্রদলের একাধিক নেতা-কর্মীর অভিযোগ, ছাত্রদলে পদ পাওয়ার জন্য রিয়াদুল ইসলাম এখন বিভিন্ন মহলে তদবির করছেন। সে উদ্দেশ্যে তিনি ছাত্রদলের কর্মসূচিতে যোগ দিয়েছেন। তবে এখনো তাঁকে ছাত্রদলের কোনো পদে দায়িত্ব দেওয়া হয়নি।
সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. সিয়াম শেখ বলেন, ‘৫ আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার ছবি ফেসবুকে পোস্ট করেছিল রিয়াদুল ইসলাম। সেই ছবিতে আমি হা হা রিয়েক্ট দিয়েছিলাম। তাতে রিয়াদুল ও তার বাহিনী ক্ষিপ্ত হয়ে সমুদয়কাঠি বাজারে বসে আমাদের ওপর লোহার রড দিয়ে হামলা চালায়। হামলায় আমি, হাসান, রিয়ান বেশ কয়েকজন আহত হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে রিয়াদুল ইসলাম বলেন, ‘শেহাংগলের ছাত্রদল নেতা ইমরান খন্দকার আমাকে বলেছিল। সে আমাকে জোর করে প্রোগ্রামে নিয়েছিল। আমার কাছে পোলাপান চাইছিল। আমি পোলাপান নিয়ে ওখানে গিয়েছিলাম। পরে আবার চলে আসছি।’ তিনি বলেন, এক দল করে আরেক দলের প্রোগ্রামে গেলে দোষের কী?
তবে এ বিষয়ে শেহাংগলের ছাত্রদল নেতা ইমরান খন্দকারের বক্তব্য পাওয়া যায়নি। তবে সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, ‘রিয়াদুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। তাঁকে ছাত্রদলের প্রস্তুতি সভায় একবার দেখেছি। তিনি কী উদ্দেশ্যে এসেছিলেন, তা খতিয়ে দেখা দরকার।’
পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদলের তিন নেতা-কর্মীকে মারধর করেছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. রিয়াদুল ইসলাম। সেই ছাত্রলীগ নেতাই এবার ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিলেন। গতকাল রোববার উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক প্রস্তুতিমূলক সভায় তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়।
স্থানীয় ছাত্রদল নেতাদের ভাষ্য, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সমুদয়কাঠি ইউনিয়ন কমিটির স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন রিয়াদুল ইসলাম। তিনি জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা সাইদুল হাওলাদারের ছেলে।
ছাত্রদলের একাধিক নেতা-কর্মীর অভিযোগ, ছাত্রদলে পদ পাওয়ার জন্য রিয়াদুল ইসলাম এখন বিভিন্ন মহলে তদবির করছেন। সে উদ্দেশ্যে তিনি ছাত্রদলের কর্মসূচিতে যোগ দিয়েছেন। তবে এখনো তাঁকে ছাত্রদলের কোনো পদে দায়িত্ব দেওয়া হয়নি।
সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের নেতা মো. সিয়াম শেখ বলেন, ‘৫ আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার ছবি ফেসবুকে পোস্ট করেছিল রিয়াদুল ইসলাম। সেই ছবিতে আমি হা হা রিয়েক্ট দিয়েছিলাম। তাতে রিয়াদুল ও তার বাহিনী ক্ষিপ্ত হয়ে সমুদয়কাঠি বাজারে বসে আমাদের ওপর লোহার রড দিয়ে হামলা চালায়। হামলায় আমি, হাসান, রিয়ান বেশ কয়েকজন আহত হয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে রিয়াদুল ইসলাম বলেন, ‘শেহাংগলের ছাত্রদল নেতা ইমরান খন্দকার আমাকে বলেছিল। সে আমাকে জোর করে প্রোগ্রামে নিয়েছিল। আমার কাছে পোলাপান চাইছিল। আমি পোলাপান নিয়ে ওখানে গিয়েছিলাম। পরে আবার চলে আসছি।’ তিনি বলেন, এক দল করে আরেক দলের প্রোগ্রামে গেলে দোষের কী?
তবে এ বিষয়ে শেহাংগলের ছাত্রদল নেতা ইমরান খন্দকারের বক্তব্য পাওয়া যায়নি। তবে সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, ‘রিয়াদুল ইসলাম নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় নেতা। তাঁকে ছাত্রদলের প্রস্তুতি সভায় একবার দেখেছি। তিনি কী উদ্দেশ্যে এসেছিলেন, তা খতিয়ে দেখা দরকার।’
পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল দশটায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকার একটি লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগেগতকাল বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকায় ‘গাংনীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে চলাচলে ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এ ছাড়া স্থানীয় কয়েকটি অনলাইনেও সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পরপরই ভাঙা রাস্তা মেরামতের উদ্যোগ নেয় গাংনী এলজিইডি।
১৮ মিনিট আগেকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্য সাচি নাথ বলেন, “গাইনী চিকিৎসক ফেরানোর বিষয়ে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা সিভিল সার্জন বরাবর চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আমারতো কিছুই করার নেই।”
৩৫ মিনিট আগেগত ১০ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়েশা (১.৫)।
১ ঘণ্টা আগে