ঢামেক প্রতিনিধি
পুরান ঢাকার সূত্রাপুরের কাগজীটোলা এলাকায় একটি বাসায় বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজনের সবাই একে একে মারা গেছে। ১০ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজীটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সবশেষ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন (৪০)।
এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপনের তিন সন্তান—দেড় বছরের আয়েশা, রোকন (১৪) ও তামিম (১৮) মারা যান। আর দগ্ধ স্ত্রী চাঁদনী (৩৫) গত বুধবার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় যাওয়ার পথে মারা যান।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন। আগের দিন রাতে মারা গেছে তাঁর দেড় বছরের বোন আয়েশা। গত বুধবার সকালে মারা যান তামিম।
আজ রাতে রিপনের মামা জাকির হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, তিন ছেলেমেয়ের মৃত্যুর পর মা চাঁদনী আর হাসপাতালে থাকতে চাননি। গত বুধবার দুই ছেলের (রোকন ও তামিম) মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতাল ছাড়েন তিনি। বাড়ি যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় চাঁদনীর। পরে বাড়িতে তাদের লাশ দাফন করা হয়।
তিনি আরও জানান, সূত্রাপুর কাগজীটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকত পরিবারটি। ওই রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ বাসায় বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হয়। পুড়ে গেছে আসবাবও। আশপাশের ভাড়াটিয়ারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জাকির বলেন, ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।
এর আগে আজ সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, রিপনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। রিপনের স্ত্রী চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে গত বুধবার বাড়ি চলে যান।
পুরান ঢাকার সূত্রাপুরের কাগজীটোলা এলাকায় একটি বাসায় বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজনের সবাই একে একে মারা গেছে। ১০ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজীটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সবশেষ গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন (৪০)।
এর আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিপনের তিন সন্তান—দেড় বছরের আয়েশা, রোকন (১৪) ও তামিম (১৮) মারা যান। আর দগ্ধ স্ত্রী চাঁদনী (৩৫) গত বুধবার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় যাওয়ার পথে মারা যান।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন। আগের দিন রাতে মারা গেছে তাঁর দেড় বছরের বোন আয়েশা। গত বুধবার সকালে মারা যান তামিম।
আজ রাতে রিপনের মামা জাকির হোসেনের সঙ্গে কথা হলে তিনি জানান, তিন ছেলেমেয়ের মৃত্যুর পর মা চাঁদনী আর হাসপাতালে থাকতে চাননি। গত বুধবার দুই ছেলের (রোকন ও তামিম) মরদেহ অ্যাম্বুলেন্সে নিয়ে হাসপাতাল ছাড়েন তিনি। বাড়ি যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় চাঁদনীর। পরে বাড়িতে তাদের লাশ দাফন করা হয়।
তিনি আরও জানান, সূত্রাপুর কাগজীটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকত পরিবারটি। ওই রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ বাসায় বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হয়। পুড়ে গেছে আসবাবও। আশপাশের ভাড়াটিয়ারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জাকির বলেন, ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে।
এর আগে আজ সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান আজকের পত্রিকাকে জানিয়েছিলেন, রিপনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। রিপনের স্ত্রী চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে গত বুধবার বাড়ি চলে যান।
দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধ রাসায়নিকের গুদাম, গার্মেন্টস মালিকসহ অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে বিচার করা, নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া এবং ঢাকা উত্তরের আবাসিক এলাকায় সব কেমিক্যাল গোডাউন অতি দ্রুত সরানো।
৩ মিনিট আগেপ্রতারণা করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত যুবককে দ্রুত গ্রেপ্তারের জন্য ডিবি পুলিশ কৌশল করেছে। এত বড় প্রতারককে ধরার জন্য ডিবি পুলিশের টিমের পুরস্কার পাওয়ার কথা, কিন্তু সামান্য ভুল-বোঝাবুঝির জন্য তিনজনকে প্রত্যাহার করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বরখাস্ত ১৪ সদস্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার তাঁদের মুক্তি দেওয়া হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় লাগা আগুনে ১৬ জনের মৃত্যুর ঘটনায় ছয়টি মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তাদের ময়নাতদন্ত ছাড়াও ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব মরদেহ আগামীকাল বৃহস্পতিবার হস্তান্তর করা হবে।
১ ঘণ্টা আগে