Ajker Patrika

একে একে চলে গেল তিন সন্তান ও স্বামী, দগ্ধ দেহেই হাসপাতাল ছাড়লেন চাঁদনী

ঢামেক প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১২: ০৮
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর সূত্রাপুর কাগজিটোলায় গ্যাস বিস্ফোরণে তিন ছেলে-মেয়ের পর মারা গেলেন বাবা রিপন (৪০)। এ নিয়ে এ দুর্ঘটনায় চারজন মারা গেল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান রিপন।

গত ১০ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়েশা (১.৫)।

গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন। আগের দিন রাতে মারা গেছে তাদের দেড় বছরের বোন আয়েশা। গত বুধবার সকালে মারা যান তামিম।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। রিপনের স্ত্রী চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে বাড়ি চলে গেছেন।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, তিন ছেলেমেয়ের মৃত্যুর পর মা চাঁদনী আর হাসপাতালে থাকতে চাননি। মরলে বাড়িতেই মরবেন! এই অবস্থায় গত বুধবার ইচ্ছাকৃতভাবে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে তিন ছেলে-মেয়ের লাশ দাফন করা হয়।

তিনি আরও জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকত পরিবারটি। ওই রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হয়। পুড়ে গেছে আসবাবপত্রও। আশপাশের ভাড়াটিয়ারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

জাকির বলেন, ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তাঁদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

বিএনপির অভ্যন্তরীণ কোন্দল: সাবেক এমপিসহ ৬০ জনের বিরুদ্ধে মামলা

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত