ঢামেক প্রতিনিধি
রাজধানীর সূত্রাপুর কাগজিটোলায় গ্যাস বিস্ফোরণে তিন ছেলে-মেয়ের পর মারা গেলেন বাবা রিপন (৪০)। এ নিয়ে এ দুর্ঘটনায় চারজন মারা গেল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান রিপন।
গত ১০ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়েশা (১.৫)।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন। আগের দিন রাতে মারা গেছে তাদের দেড় বছরের বোন আয়েশা। গত বুধবার সকালে মারা যান তামিম।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। রিপনের স্ত্রী চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে বাড়ি চলে গেছেন।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, তিন ছেলেমেয়ের মৃত্যুর পর মা চাঁদনী আর হাসপাতালে থাকতে চাননি। মরলে বাড়িতেই মরবেন! এই অবস্থায় গত বুধবার ইচ্ছাকৃতভাবে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে তিন ছেলে-মেয়ের লাশ দাফন করা হয়।
তিনি আরও জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকত পরিবারটি। ওই রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হয়। পুড়ে গেছে আসবাবপত্রও। আশপাশের ভাড়াটিয়ারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জাকির বলেন, ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তাঁদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়।
রাজধানীর সূত্রাপুর কাগজিটোলায় গ্যাস বিস্ফোরণে তিন ছেলে-মেয়ের পর মারা গেলেন বাবা রিপন (৪০)। এ নিয়ে এ দুর্ঘটনায় চারজন মারা গেল। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান রিপন।
গত ১০ জুলাই দিবাগত রাত দেড়টার দিকে সূত্রাপুর কাগজিটোলা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন ভ্যানচালক রিপন (৪০), তার স্ত্রী চাঁদনী (৩৫), ছেলে তামীম (১৮), রোকন (১৪) ও মেয়ে আয়েশা (১.৫)।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মারা যায় রোকন। আগের দিন রাতে মারা গেছে তাদের দেড় বছরের বোন আয়েশা। গত বুধবার সকালে মারা যান তামিম।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। রিপনের স্ত্রী চাঁদনী ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে বাড়ি চলে গেছেন।
দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, তিন ছেলেমেয়ের মৃত্যুর পর মা চাঁদনী আর হাসপাতালে থাকতে চাননি। মরলে বাড়িতেই মরবেন! এই অবস্থায় গত বুধবার ইচ্ছাকৃতভাবে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে তিন ছেলে-মেয়ের লাশ দাফন করা হয়।
তিনি আরও জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকত পরিবারটি। ওই রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে সবাই দগ্ধ হয়। পুড়ে গেছে আসবাবপত্রও। আশপাশের ভাড়াটিয়ারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
জাকির বলেন, ধারণা করা হচ্ছে, বাসায় গ্যাস লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তাঁদের বাড়ি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়।
গাইবান্ধার সাদুল্যাপুরে ইটবাহী ট্রাক্টরের (কাঁকড়া) ধাক্কায় এনামুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার নলডাঙ্গা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেশুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
১ ঘণ্টা আগেরাজবাড়ীতে গিয়ে অন্যরকম অভ্যর্থনা পেলেন এনসিপির নেত্রী ড. তাসনীম জারা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী শহরে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শহরের ১ নম্বর রেলগেট এলাকার শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এ পথসভায় কয়েক হাজার মানুষ অংশ নেন।
১ ঘণ্টা আগেচিঠিগুলোতে বলা হয়, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর অফিস সেক্রেটারির আবেদনের প্রেক্ষিতে ১৮ জুলাই দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকায় এবং ১৯ জুলাই রাতে ঢাকা থেকে রাজশাহী ফেরার জন্য একটি বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে