Ajker Patrika

সংবাদের পরই গাংনীতে ভাঙা রাস্তা মেরামতের কাজ শুরু

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনী উপজেলার ভবানীপুরে ভাঙা রাস্তা মেরামতের কাজ চলছে। ছবি: আজকের পত্রিকা
গাংনী উপজেলার ভবানীপুরে ভাঙা রাস্তা মেরামতের কাজ চলছে। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে টানা বৃষ্টিতে সড়ক ভেঙে পড়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়। এ বিষয়ে আজকের পত্রিকাসহ কয়েকটি অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত মেরামতের কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

গতকাল বৃহস্পতিবার সকালে আজকের পত্রিকায় ‘গাংনীতে টানা বৃষ্টিতে রাস্তা ভেঙে চলাচলে ঝুঁকি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ ছাড়া স্থানীয় কয়েকটি অনলাইনেও সংবাদটি প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসার পরপরই ভাঙা রাস্তা মেরামতের উদ্যোগ নেয় গাংনী এলজিইডি।

স্থানীয়রা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে গাংনী উপজেলার বিভিন্ন সড়কে ভাঙন দেখা দেয়। বিশেষ করে ভবানীপুর এলাকার সড়ক ভেঙে বড় গর্ত তৈরি হয়েছিল। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

ভবানীপুর গ্রামের বাসিন্দা ফিরোজ আহমেদ বলেন, ‘সংবাদ প্রকাশের পরই কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছে। সাংবাদিকদের ধন্যবাদ জানাই, তাঁদের কারণে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে।’

স্থানীয় অটোচালক আনছার আলী বলেন, ‘ভাঙা রাস্তায় চলাচল খুব ভয়ংকর, বিশেষ করে রাতে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে। এখন কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করায় আমরা স্বস্তিতে আছি।’

একই কথা বলেন ট্রাকচালক আজিম উদ্দিন। তাঁর ভাষায়, ‘ভাঙা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি ছিল। এখন মেরামতের কাজ শুরু হয়েছে, এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।’

গাংনী উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন বলেন, ‘জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে মেরামতের কাজ শুরু করেছি। সংবাদমাধ্যমের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত