বান্দরবান প্রতিনিধি
দীর্ঘ এক মাস পর বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল থেকে চলতে থাকে বাস। বান্দরবান শৈলশোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ বিষয়টি নিশ্চিত করেন।
বান্দরবান-রুমা সড়কের বাসচালক নাছির উদ্দীন বলেন, ‘বন্যায় সড়ক বিধ্বস্ত হয়ে যায়। এখন সড়ক অনেকটা স্বাভাবিক। ১ মাস ৬ দিন পর গাড়ি নিয়ে বান্দরবান থেকে রুমায় পৌঁছাতে পেরেছি।’
বান্দরবান-রুমা বাসস্টেশনের লাইনম্যান জাকির হোসেন বলেন, গত মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টির কারণে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশনের পর থেকে ধনিয়াল পাড়া ও খুমি পাড়া এলাকা সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়ে। সড়ক ভেঙে যায়। গত ৭ আগস্ট থেকে এ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। চলতি মাসের ৬ সেপ্টেম্বর থেকে জিপ গাড়ি (চাঁদের গাড়ি) কোনোভাবে চলাচল করলেও বাস চলাচল বন্ধ ছিল।
জাকির হোসেন বলেন, সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্যদের প্রচেষ্টায় সড়ক অনেকটা স্বাভাবিক হয়েছে। আজ বান্দরবান থেকে ১২টি বাস রুমা উপজেলায় পৌঁছেছে।
বান্দরবান শৈলশোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ বলেন, বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল বন্ধ ছিল। আজ থেকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসনের তথ্য মতে, জেলায় ৬৪৫ দশমিক ৪ কিলোমিটার পাকা ও ইট সলিং সড়ক ও ৯৩টি ব্রিজ ও ৯২টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে ৪৭ কোটি ৭৬ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে গত ১৬ আগস্ট বান্দরবান-রোয়াংছড়ি সড়ক ও ৬ সেপ্টেম্বর বান্দরবান-থানচি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
দীর্ঘ এক মাস পর বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল থেকে চলতে থাকে বাস। বান্দরবান শৈলশোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ বিষয়টি নিশ্চিত করেন।
বান্দরবান-রুমা সড়কের বাসচালক নাছির উদ্দীন বলেন, ‘বন্যায় সড়ক বিধ্বস্ত হয়ে যায়। এখন সড়ক অনেকটা স্বাভাবিক। ১ মাস ৬ দিন পর গাড়ি নিয়ে বান্দরবান থেকে রুমায় পৌঁছাতে পেরেছি।’
বান্দরবান-রুমা বাসস্টেশনের লাইনম্যান জাকির হোসেন বলেন, গত মাসের প্রথম সপ্তাহে অতি বৃষ্টির কারণে বান্দরবান-রুমা সড়কের ওয়াই জংশনের পর থেকে ধনিয়াল পাড়া ও খুমি পাড়া এলাকা সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়ে। সড়ক ভেঙে যায়। গত ৭ আগস্ট থেকে এ সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। চলতি মাসের ৬ সেপ্টেম্বর থেকে জিপ গাড়ি (চাঁদের গাড়ি) কোনোভাবে চলাচল করলেও বাস চলাচল বন্ধ ছিল।
জাকির হোসেন বলেন, সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্যদের প্রচেষ্টায় সড়ক অনেকটা স্বাভাবিক হয়েছে। আজ বান্দরবান থেকে ১২টি বাস রুমা উপজেলায় পৌঁছেছে।
বান্দরবান শৈলশোভা মালিক সমিতির সভাপতি অমল দাশ বলেন, বান্দরবান-রুমা সড়কে বাস চলাচল বন্ধ ছিল। আজ থেকে ফের বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসনের তথ্য মতে, জেলায় ৬৪৫ দশমিক ৪ কিলোমিটার পাকা ও ইট সলিং সড়ক ও ৯৩টি ব্রিজ ও ৯২টি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। এতে ৪৭ কোটি ৭৬ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে গত ১৬ আগস্ট বান্দরবান-রোয়াংছড়ি সড়ক ও ৬ সেপ্টেম্বর বান্দরবান-থানচি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু হয়।
চেক জালিয়াতির মামলায় হাজির না হওয়ায় আসামি মোসলেম উদ্দিনের অনুপস্থিতিতেই রায় দিয়েছিলেন আদালত। দোষী সাব্যস্ত করে তাঁকে দেওয়া হয়েছিল এক বছরের কারাদণ্ড। পাশাপাশি জরিমানা করা হয় ৬০ লাখ টাকা। এ দণ্ড মাথায় নিয়েই সাত বছর লাপাত্তা ছিলেন তিনি।
২ ঘণ্টা আগেগোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে বাস ও ট্রাকের অন্তত ১৫ জন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম প্রহার করেছেন শিক্ষক। এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভাইরাল)। গতকাল বৃস্পতিবার বিকেল থেকে ছড়িয়ে পড়া ভিডিওটি ৩৫ সেকেন্ডের। এর মধ্যে প্রথম ২৩ সেকেন্ড পর্যন্ত শিশুটিকে মারতে দেখা গেছে শিক্ষককে। ওই ২৩ সেকেন্ডে শিশুটিকে ২১ বার
৩ ঘণ্টা আগে