Ajker Patrika

বাবুকে বিয়ে করে নোয়াখালীতে মিসরের ডালিয়া

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৯: ০৪
Thumbnail image

কাজের সন্ধানে ২০১২ সালে মিসরে পাড়ি জমান গোলাম সারোয়ার বাবু। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরিচয় সূত্রে মন দেওয়া–নেওয়া। সেই থেকে পরিণয়। মিসরি তরুণী এখন নোয়াখালীর সেনবাগের বধূ। 

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সারোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই বাড়িতে পৌঁছান বাবু। সঙ্গে করে নিয়ে এসেছেন মিসরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। বিদেশি বধূকে দেখার জন্য আজ শুক্রবার সকাল থেকেই বাবুদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। 

সুযোগ পেলেই নোয়াখালী শ্বশুরবাড়ি আসতে চান মিসরীয় ডালিয়াবাবুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবু। জীবন-জীবিকার প্রয়োজনে এক চাচার সহযোগিতায় ২০১২ সালে মিসর যান। মিসরের আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। প্রতিবেশী হিসেবে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর মিসরে কাজ করতে গিয়ে প্রতিবেশিনীর প্রেমে পড়েন বাবু। এরপর বিয়েবন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ডালিয়াদের বাসায় আসা–যাওয়া ছিল বাবুর। এর মধ্যে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিষয়টি ডালিয়ার পরিবারকে জানালে প্রথমে তাঁরা রাজি হননি, রাজি ছিল না বাবুর পরিবারও। কিন্তু দুজনের জিদের কাছে হার মানে দুই পরিবার। ২০১৯ সালে তাঁদের মধ্যে বাগদান হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। গত বছর ডালিয়ার কোলজুড়ে এসেছিল এক সন্তান। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি মারা যায়। 

 সুযোগ পেলেই নোয়াখালী শ্বশুরবাড়ি আসতে চান মিসরীয় ডালিয়াবাবু বলেন, ডালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম একসঙ্গে দেশে আসা। সুখে-শান্তিতেই দিন কাটছে তাঁদের। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি বাবু বাবা–মা ও পরিবারের সদস্যরা। 

 সুযোগ পেলেই নোয়াখালী শ্বশুরবাড়ি আসতে চান মিসরীয় ডালিয়াকিছুটা বাংলা বলতে শিখেছেন ডালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তাঁর ভালো লাগে। এটা তাঁর স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন। দুই মাস থেকে আবার মিসর যাবেন তাঁরা। এরপর সুযোগ পেলেই শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত