নোয়াখালী প্রতিনিধি
কাজের সন্ধানে ২০১২ সালে মিসরে পাড়ি জমান গোলাম সারোয়ার বাবু। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরিচয় সূত্রে মন দেওয়া–নেওয়া। সেই থেকে পরিণয়। মিসরি তরুণী এখন নোয়াখালীর সেনবাগের বধূ।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সারোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই বাড়িতে পৌঁছান বাবু। সঙ্গে করে নিয়ে এসেছেন মিসরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। বিদেশি বধূকে দেখার জন্য আজ শুক্রবার সকাল থেকেই বাবুদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
বাবুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবু। জীবন-জীবিকার প্রয়োজনে এক চাচার সহযোগিতায় ২০১২ সালে মিসর যান। মিসরের আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। প্রতিবেশী হিসেবে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর
বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ডালিয়াদের বাসায় আসা–যাওয়া ছিল বাবুর। এর মধ্যে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিষয়টি ডালিয়ার পরিবারকে জানালে প্রথমে তাঁরা রাজি হননি, রাজি ছিল না বাবুর পরিবারও। কিন্তু দুজনের জিদের কাছে হার মানে দুই পরিবার। ২০১৯ সালে তাঁদের মধ্যে বাগদান হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। গত বছর ডালিয়ার কোলজুড়ে এসেছিল এক সন্তান। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি মারা যায়।
বাবু বলেন, ডালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম একসঙ্গে দেশে আসা। সুখে-শান্তিতেই দিন কাটছে তাঁদের। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি বাবু বাবা–মা ও পরিবারের সদস্যরা।
কিছুটা বাংলা বলতে শিখেছেন ডালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তাঁর ভালো লাগে। এটা তাঁর স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন। দুই মাস থেকে আবার মিসর যাবেন তাঁরা। এরপর সুযোগ পেলেই শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তাঁর।
কাজের সন্ধানে ২০১২ সালে মিসরে পাড়ি জমান গোলাম সারোয়ার বাবু। সেখানে পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। পরিচয় সূত্রে মন দেওয়া–নেওয়া। সেই থেকে পরিণয়। মিসরি তরুণী এখন নোয়াখালীর সেনবাগের বধূ।
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোবিন্দপুর গ্রামের গোলাম মাওলার ছেলে গোলাম সারোয়ার। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। রাতেই বাড়িতে পৌঁছান বাবু। সঙ্গে করে নিয়ে এসেছেন মিসরীয় স্ত্রী ডালিয়া দিয়াত দ্বীপকে। বিদেশি বধূকে দেখার জন্য আজ শুক্রবার সকাল থেকেই বাবুদের বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
বাবুর পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের বড় ছেলে বাবু। জীবন-জীবিকার প্রয়োজনে এক চাচার সহযোগিতায় ২০১২ সালে মিসর যান। মিসরের আলেকজান্দ্রিয়ার একটি পোশাক কারখানায় চাকরি নেন। ডালিয়াদের পাশের বাসায় থাকতেন বাবু। প্রতিবেশী হিসেবে প্রথমে ডালিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর
বন্ধুত্ব হয়। এর সূত্র ধরে ডালিয়াদের বাসায় আসা–যাওয়া ছিল বাবুর। এর মধ্যে ডালিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। ২০১৭ সালে তাঁদের সম্পর্ক হয়। ২০১৮ সালে বিষয়টি ডালিয়ার পরিবারকে জানালে প্রথমে তাঁরা রাজি হননি, রাজি ছিল না বাবুর পরিবারও। কিন্তু দুজনের জিদের কাছে হার মানে দুই পরিবার। ২০১৯ সালে তাঁদের মধ্যে বাগদান হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। গত বছর ডালিয়ার কোলজুড়ে এসেছিল এক সন্তান। কিন্তু কিছুদিনের মধ্যেই শিশুটি মারা যায়।
বাবু বলেন, ডালিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ের পর এই প্রথম একসঙ্গে দেশে আসা। সুখে-শান্তিতেই দিন কাটছে তাঁদের। বিদেশি পুত্রবধূকে কাছে পেয়ে খুশি বাবু বাবা–মা ও পরিবারের সদস্যরা।
কিছুটা বাংলা বলতে শিখেছেন ডালিয়া। তিনি বলেন, বাংলাদেশি খাবার এবং পরিবেশ তাঁর ভালো লাগে। এটা তাঁর স্বামীর দেশ। এ দেশকে তিনি ভালোবাসেন। দুই মাস থেকে আবার মিসর যাবেন তাঁরা। এরপর সুযোগ পেলেই শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তাঁর।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৩ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৩ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৩ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৩ ঘণ্টা আগে