Ajker Patrika

মেঘনায় মাছ ধরায় ১৬ জেলে আটক, ট্রলারসহ ১২০ কেজি ইলিশ জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
মেঘনায় মাছ ধরায় ১৬ জেলে আটক, ট্রলারসহ ১২০ কেজি ইলিশ জব্দ

নোয়াখালী হাতিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় ১৬ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১২০ কেজি ইলিশ মাছ, জালসহ একটি মাছধরা ট্রলার জব্দ করা হয়।

আজ মঙ্গলবার সকালে আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ট্রলারটি মৎস্য কার্যালয়ের অধীনে জব্দ করে রাখার আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের আদালত। পরে জব্দ করা ইলিশ মাছ এতিমখানায় দিয়ে দেওয়া হয়। আটক জেলেদের বাড়ি হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে।

এর আগে মঙ্গলবার ভোরে হাতিয়ার পূর্বপাশে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ট্রলারটি আটক করা হয়।

নলচিরা নৌ-পুলিশের (ভারপ্রাপ্ত) ইনচার্জ অমিত সাহা জানান, নদীতে মাছ শিকার করা অবস্থায় একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলেকে আটক করে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ট্রলার দুটি নৌ-পুলিশের জিম্মায় রেখে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী।

উপজেলা সহকারী কমিশনার গোলাম সরওয়ার জানান, আটক জেলেদের ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ট্রলারটি নৌ-পুলিশের জিম্মায় দেওয়া হয়। ২ নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাজু চৌধুরী বলেন, ‘কিছু কিছু জেলে রাতের আঁধারে নদীতে মাছ শিকারে যায়। গত কয়েক দিন থেকে এ ধরনের সংবাদ আসছে। এ জন্য রাতে ও দিনে আমরা অভিযান পরিচালনা করছি। আগামী ২ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত