ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল চুরির অপবাদ দেওয়ায় মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার হেঁয়াকো বেক বাজার এলাকায় ফার্নিচারের নকশার কাজ করতেন। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে ভূজপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভুজপুর থানা-পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামকে বেক বাজারের উসমান নামে এক ফার্নিচার কারিগরের মোবাইল চুরির সন্দেহ করা হয় রফিকুলকে। পরে সালিসির জন্য গতকাল রোববার সকালে কয়েকজন মিলে রফিকুলকে স্থানীয় যুবলীগ নেতা কামরুজ্জামান কমলের অফিসে নিয়ে যান। সেখানে চার ঘণ্টা আটকে মারধর করেন। পরে রফিকুলের আত্মীয়রা ৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাঁকে উদ্ধার করে।
আরও জানা গেছে, এ ঘটনার পর বিকেলে রফিক নিজ বাড়িতে এসে বিষপান করেন। পরে তাঁর স্ত্রী কুলসুমা বেগম প্রতিবেশীদের সাহায্যে স্থানীয় বাজারে এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যায়। তাঁর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।
এ বিষয়ে রফিকুলের স্ত্রী বিবি কুলসুমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়িক বিরোধের কারণে কৌশলে আমার স্বামীকে হত্যা করেছে। আমার স্বামীকে অন্যায়ভাবে আওয়ামী লীগ নেতা কামারুজ্জামান কমল ও তার সাঙ্গো-পাঙ্গোরা বন্দী রেখে মারধর করেন। সেখান থেকে টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে আনতে হয়েছে। পরে অপমানে সে বিষপান করেছে।’
তবে মুক্তিপণ আদায়ের কথাটি ভিত্তিহীন দাবি করে কামরুজ্জামান কমল বলেন, ‘রফিকুল মোবাইল চুরি করে তাঁর দোকানে কাঠের নিচে লুকিয়ে রাখে। সেখান থেকে খোঁজাখুঁজির পর মোবাইলটি উদ্ধার করা হয়। প্রথমে চুরির কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করে। এ সময় স্থানীয় লোকজনের সামনে তার আত্মীয়স্বজনের কাছে তাঁকে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।’
এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘এ ব্যাপারে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।’
চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল চুরির অপবাদ দেওয়ায় মো. রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার হেঁয়াকো বেক বাজার এলাকায় ফার্নিচারের নকশার কাজ করতেন। আজ সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রফিকুল ইসলামের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নামে এবং অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে ভূজপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভুজপুর থানা-পুলিশ।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামকে বেক বাজারের উসমান নামে এক ফার্নিচার কারিগরের মোবাইল চুরির সন্দেহ করা হয় রফিকুলকে। পরে সালিসির জন্য গতকাল রোববার সকালে কয়েকজন মিলে রফিকুলকে স্থানীয় যুবলীগ নেতা কামরুজ্জামান কমলের অফিসে নিয়ে যান। সেখানে চার ঘণ্টা আটকে মারধর করেন। পরে রফিকুলের আত্মীয়রা ৫ হাজার টাকা মুক্তিপণ দিয়ে তাঁকে উদ্ধার করে।
আরও জানা গেছে, এ ঘটনার পর বিকেলে রফিক নিজ বাড়িতে এসে বিষপান করেন। পরে তাঁর স্ত্রী কুলসুমা বেগম প্রতিবেশীদের সাহায্যে স্থানীয় বাজারে এক পল্লি চিকিৎসকের কাছে নিয়ে যায়। তাঁর অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান তিনি।
এ বিষয়ে রফিকুলের স্ত্রী বিবি কুলসুমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যবসায়িক বিরোধের কারণে কৌশলে আমার স্বামীকে হত্যা করেছে। আমার স্বামীকে অন্যায়ভাবে আওয়ামী লীগ নেতা কামারুজ্জামান কমল ও তার সাঙ্গো-পাঙ্গোরা বন্দী রেখে মারধর করেন। সেখান থেকে টাকা দিয়ে তাঁকে ছাড়িয়ে আনতে হয়েছে। পরে অপমানে সে বিষপান করেছে।’
তবে মুক্তিপণ আদায়ের কথাটি ভিত্তিহীন দাবি করে কামরুজ্জামান কমল বলেন, ‘রফিকুল মোবাইল চুরি করে তাঁর দোকানে কাঠের নিচে লুকিয়ে রাখে। সেখান থেকে খোঁজাখুঁজির পর মোবাইলটি উদ্ধার করা হয়। প্রথমে চুরির কথা অস্বীকার করলেও পরে তা স্বীকার করে। এ সময় স্থানীয় লোকজনের সামনে তার আত্মীয়স্বজনের কাছে তাঁকে তুলে দেওয়া হয়। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।’
এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘এ ব্যাপারে আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।’
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) চার নেতাসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের হুমকি, অপহরণের চেষ্টা এবং হামলার অভিযোগ আনা হয়েছে। গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা
১৫ মিনিট আগেখুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) নেতা পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে আট যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরীর খালিশপুর থানার বাস্তুহারা কলোনিতে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খননের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, কার্যাদেশ অনুযায়ী মাটি না কেটে কাজ শেষ করেছেন ঠিকাদার। এ ব্যাপারে সংস্থার চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগেকিশোরগঞ্জে বজ্রপাতে মৃত্যু আশঙ্কাজনকভাবে বেড়েছে ৷ গত ২৩ দিনে জেলায় শিক্ষার্থী, কৃষকসহ বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে কৃষকের সংখ্যা বেশি। আবহাওয়াবিদেরা বলছেন, খোলা স্থানে কাজ করা মানুষ বজ্রপাতে বেশি মারা যাচ্ছে; বিশেষ করে হাওরাঞ্চলে খোলা জায়গায় মানুষজন কাজ করার কারণে সেখানে হতাহতের...
৭ ঘণ্টা আগে