Ajker Patrika

বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা, প্রাডো গাড়ি জব্দ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি: 
বঙ্গবন্ধু টানেলে দুর্ঘটনা, প্রাডো গাড়ি জব্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে একটি প্রাডো গাড়ির ধাক্কায় সড়কের পাশের রেলিং ভেঙে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজার পাশে এ ঘটনা ঘটে। গাড়িটি আনোয়ারা থেকে পতেঙ্গার দিকে যাচ্ছিল। 

সংশ্লিষ্টরা জানান, দুর্ঘটনার পর আজ সোমবার সকালে টোলের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা এসে সড়ক পরিষ্কার এবং রেলিং মেরামত করেন। দুর্ঘটনায় ওই প্রাডো গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বঙ্গবন্ধু টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন জানান, ‘গতরাতে একটি দ্রুত গতিতে আসা প্রাডো গাড়ি টানেলের টোল প্লাজায় ধাক্কা দেয়। এতে সড়কের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। পরে আমাদের নিরাপত্তা কর্মীরা সেটি মেরামত করেন। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে।’ 

এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করেন। পরদিন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য টানেল খুলে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত