নোয়াখালী প্রতিনিধি
‘আমার এলাকায় আমিই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বললেও আমি শুনব না। কাউকে গোনার টাইম নাই আমার।’ নোয়াখালীতে প্রধানমন্ত্রীকে এমন অশোভনীয় ভাষায় কটূক্তিকারী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নেত্রীকে নিয়ে কটূক্তি করার এক মাস অতিবাহিত হলেও জহির উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কটূক্তির প্রতিবাদ করায় জহির তাঁর বাহিনী দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা-মামলার হুমকি দিচ্ছেন।’
তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অডিও ফেসবুকে ভাইরালও হয়। কিন্তু জহিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই জহিরকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন পূর্ব চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য মো. হাসান, উপজেলা যুবলীগ নেতা মো. মোহন, দাদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল মতিন প্রমুখ।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান শিপন নিজের আধিপত্য বিস্তারের জন্য লোকজন দিয়ে আমার বিরুদ্ধে এসব করাচ্ছে।’ ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে তিনি বলেন, ‘রেকর্ডটি এডিট করা, ওটা আমার না।’
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে জহিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগের কাছে দাদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মতিন আবেদন করেছেন। আমরা ওই আবেদনটি গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’
‘আমার এলাকায় আমিই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বললেও আমি শুনব না। কাউকে গোনার টাইম নাই আমার।’ নোয়াখালীতে প্রধানমন্ত্রীকে এমন অশোভনীয় ভাষায় কটূক্তিকারী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিনের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ মঙ্গলবার নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে সদর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন।
এ সময় বক্তারা বলেন, ‘আমাদের (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নেত্রীকে নিয়ে কটূক্তি করার এক মাস অতিবাহিত হলেও জহির উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং কটূক্তির প্রতিবাদ করায় জহির তাঁর বাহিনী দিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা-মামলার হুমকি দিচ্ছেন।’
তাঁরা আরও বলেন, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অডিও ফেসবুকে ভাইরালও হয়। কিন্তু জহিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই জহিরকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন পূর্ব চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, এওজবালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালাদরাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউনুছ, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য মো. হাসান, উপজেলা যুবলীগ নেতা মো. মোহন, দাদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুল মতিন প্রমুখ।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান শিপন নিজের আধিপত্য বিস্তারের জন্য লোকজন দিয়ে আমার বিরুদ্ধে এসব করাচ্ছে।’ ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে তিনি বলেন, ‘রেকর্ডটি এডিট করা, ওটা আমার না।’
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে জহিরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আওয়ামী লীগের কাছে দাদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল মতিন আবেদন করেছেন। আমরা ওই আবেদনটি গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন ‘গণতান্ত্রিক যুব ফোরাম’–এর সদস্য খুকু চাকমা (৩৪) নিহত হয়েছেন। খুকু চাকমা গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য ছিলেন। তিনি কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিষ্টানপাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।
১ ঘণ্টা আগেরাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের পোশাক পরে এক ব্যবসায়ীর সোনা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে ডেমরা সড়কের মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায়। এ ঘটনায় আজ রোববার দুপুরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন ওই ব্যবসায়ী।
২ ঘণ্টা আগেমেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. টিপু সুলতান অবসরে গেলেন। আজ রোববার (২৭ জুলাই) ছিল তাঁর শেষ কর্মদিবস। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের কলঙ্ক নিয়েই বিদায় নিলেন তিনি। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন সদস্য
২ ঘণ্টা আগে