Ajker Patrika

সাবেক সৈনিকের হাতভাঙা লাশ মাতামুহুরীতে, নাক দিয়ে ‘ঝরছিল রক্ত’

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৫৫
Thumbnail image

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সেতুর নিচে লাশটি পাওয়া যায় বলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান।  

নিহত মহসীন ভুট্টু (৪৭) চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারা এলাকার খলিলুর রহমানের ছেলে। ২০১১ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর তাঁর চাচাতো ভাই। 

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক কুমার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহের বাম হাত ভাঙা ও পিঠে কালো দাগ দেখা আছে। এ ছাড়া নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।’ 

পুলিশ বলছে, মাতামুহুরী সেতুর উত্তর পাশে ভাসমান লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। লাশ উদ্ধারের পর ফেসবুকে ছবি প্রকাশ করলে তাঁকে মহসীন ভুট্টু বলে শনাক্ত করেন স্বজনেরা। 

মহসীনের ভাই সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা যাওয়ার কথা বলে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি (মহসীন ভুট্টু)। আজ সকালে মাতামুহুরী নদীতে লাশ পেলাম। আমরা কিছু মানুষকে সন্দেহ করছি। আমার ভাইয়ের মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা চাই।’

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত