Ajker Patrika

নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী আটক

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৩: ০৮
নোয়াখালী-৬ আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী আটক

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে হাতিয়া পৌরসভার চর কৈলাসের নিজ বাসা থেকে নৌবাহিনীর একটি দল তাঁকে আটক করে।

মোহাম্মদ আলী দ্বাদশ জাতীয় নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া থেকে আওয়ামী লীগ সমর্থিত এমপি নির্বাচিত হন। সম্প্রতি শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সমর্থিত অনেক এমপি-মন্ত্রী আত্মগোপনে চলে যান। কিন্তু মোহাম্মদ আলী প্রথম থেকে নিজ বাড়িতে অবস্থান করেন।

আজ ভোরে নৌবাহিনীর একটি দল তাঁর বাড়িতে গিয়ে তাঁকে তাদের হেফাজতে নিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ সমর্থিত অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নৌবাহিনীর সদস্যরা তাঁকে হাতিয়া ক্যাম্পে নিয়ে যান।

এ বিষয়ে মোহাম্মদ আলীর ভাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, নৌবাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে নিয়ে গেছেন। রাতে নৌবাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে এলে তিনি তাঁদের সঙ্গে চলে যান।

নৌবাহিনীর হাতিয়া ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার মুশফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাতিয়া উপজেলার মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হয়েছে। তাই উপজেলার শান্তি-শৃঙ্খলা ঠিক রাখতে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত