Ajker Patrika

চৌদ্দগ্রামে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৫: ১২
চৌদ্দগ্রামে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুপুয়া বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হলেও পুলিশের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার বিষয়টি জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াপুর গ্রামের নাজমুল হাসান (২০) এবং একই গ্রামের রাকিব হোসেন (২০)।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা এ তথ্য জানান। আজকের পত্রিকাকে তিনি বলেন, আটক দুজনকে অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জব্দ করা পিস্তল ও গুলি। ছবি: সংগৃহীতথানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে একদল পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় নাজমুল হাসান ও রাকিব হোসেনের গতিবিধি সন্দেহ হলে তাঁদের আটক করা হয়। তাঁদের দেহ তল্লাশি করে নবরত্ন তেলের প্যাকেটের ভেতরে স্কচটেপে মোড়ানো অস্ত্রটি জব্দ করা হয়। এ সময় দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলিও জব্দ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, আটক দুজন পুলিশের জিজ্ঞাসাবাদে জানান যে, জব্দ বিদেশি পিস্তলটি ভারতীয় সীমান্তবর্তী এলাকার মো. রাহাত নামের এক যুবকের। আটক দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে অস্ত্র আইনে মামলা করেছে। এ ঘটনার সঙ্গে আরও যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত