Ajker Patrika

ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, উত্তরা ইপিজেডের বেপজার নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলার সাটারিং খুলতে গিয়ে ছাদ থেকে বেলাল নামের ওই শ্রমিক নিচে পড়ে যান। এতে তিনি বুকে ও মাথায় গুরুতর আহত হয়।

এ সময় অন্যান্য শ্রমিকেরা বেলালকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, উত্তরা ইপিজেডে বেপজার নির্মাণাধীন ভবনটির কাজ করছিল ‘সিবিএল’ নামক একটি প্রতিষ্ঠান। ওই কোম্পানির ইঞ্জিনিয়ার কামাল হোসেনের ৪ জন শ্রমিক ভবনটির ষষ্ঠ তলার ছাদের সাটারিং খুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাষ্ট্রের গোপন নথি ফাঁস: এনবিআরের দ্বিতীয় সচিব মুকিতুলের বিরুদ্ধে এবার মামলা

রক্ত কেনা যায় না—ইয়েমেনে নিমিশাকে ক্ষমা করতে অস্বীকৃতি মাহদির পরিবারের

২৫ সেকেন্ডে ১২ গুলি, হাসপাতালে গ্যাংস্টারের শরীর ঝাঁঝরা

গোপালগঞ্জে হামলার ঘটনায় ফেসবুকে সরব ইসলামপুরের পলাতক আওয়ামী নেতারা

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত