Ajker Patrika

নান্দাইলে ভাতিজার হাতে চাচা খুন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
হত্যাকাণ্ডের স্থান। ছবি: আজকের পত্রিকা
হত্যাকাণ্ডের স্থান। ছবি: আজকের পত্রিকা

নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কালীগঞ্জ রেলসেতু সংলগ্ন শুভখিলা গ্রামের মৃত শিরো মিয়ার পুত্র নিহত দেলোয়ার হোসেন দিলুর সাথে তাঁর আপন চাচাতো ভাই হামিদুল হকের পুত্র এনামুল হকের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন পূর্বে ভাতিজা এনামূল হক জোরপূর্বক গাছে কেটে নেওয়াতে প্রশাসনের নিকট অভিযোগ দিয়েছিলেন চাচা দেলোয়ার হোসেন দিলু। এতে ভাতিজা এনামূল হক ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে দেশীয় অস্ত্র দা দিয়ে চাচা দেলোয়ার হোসেন দিলুকে কুপিয়ে আহত করে। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী রুমা আক্তারকেও কুপিয়ে আহত করে।

স্থানীয়রা আহত দেলোয়ার হোসেন দিলু ও রুমা আক্তারকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠালে পথিমধ্যে দেলোয়ার হোসেন দিলুর মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, হত্যাকান্ডের ঘটনায় ঘাতক এনামুল হককে আটক করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত