চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এ ড. রেদোয়ান আহমেদসহ চারজনের জামিনের আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা।
জানা যায়, গতকাল সোমবার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। বেলা ১টার পর স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন। আড়াইটার দিকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে কথা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতারা একই স্থানে এলডিপিকে অনুষ্ঠান করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবে না বলে জানান।
কিছুক্ষণ পর রেদোয়ান আহমেদ গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় ছাত্রলীগের এক কর্মী তাঁর গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছোড়েন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন বলেন, ‘ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে রেদোয়ান আহমেদ হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালান। বিজ্ঞ আদালতকে আমরা জামিনের বিরোধিতা করে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক আমাদের যুক্তিতর্ক আমলে নিয়ে রেদোয়ান আহমেদ ও তাঁর সঙ্গীয় আরও তিন আসামির জামিন নামঞ্জুর করেন।’
কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ কর্মীর ওপর গুলিবর্ষণের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭-এ ড. রেদোয়ান আহমেদসহ চারজনের জামিনের আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা।
জানা যায়, গতকাল সোমবার চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবনে কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। বেলা ১টার পর স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত হতে শুরু করেন। আড়াইটার দিকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ প্রধান ফটকের সামনে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সঙ্গে কথা হয়। এ সময় স্বেচ্ছাসেবক লীগের নেতারা একই স্থানে এলডিপিকে অনুষ্ঠান করতে নিষেধ করেন এবং ছাত্রলীগও প্রোগ্রাম করবে না বলে জানান।
কিছুক্ষণ পর রেদোয়ান আহমেদ গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় ছাত্রলীগের এক কর্মী তাঁর গাড়িতে তরমুজ দিয়ে ঢিল ছোড়েন। এ সময় রেদোয়ান আহমেদ গাড়ির জানালা খুলে পরপর দুইটি গুলি করেন। এতে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাজী আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।
বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিঞা শিপন বলেন, ‘ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে রেদোয়ান আহমেদ হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালান। বিজ্ঞ আদালতকে আমরা জামিনের বিরোধিতা করে বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি। আজ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক আমাদের যুক্তিতর্ক আমলে নিয়ে রেদোয়ান আহমেদ ও তাঁর সঙ্গীয় আরও তিন আসামির জামিন নামঞ্জুর করেন।’
বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, লিটন ১৭ বছর আগে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন। এ ঘটনায় বাঘা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
১৬ মিনিট আগেশহীদ দুলাল সরদারের স্ত্রী মোসা. তাসলিমা বেগম বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, এই মাটিতে তাদের যেন বিচার হয় এবং সকল খুনিদের যেন ফাঁসি হয়। সরকারের কাছে এইটুকুই আমার চাওয়া। সরকার অনেক সহযোগিতা করেছে, এ জন্য আমরা কৃতজ্ঞ। তারপরও চারটি সন্তান নিয়ে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।
২৩ মিনিট আগেনাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
৪৪ মিনিট আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
২ ঘণ্টা আগে