Ajker Patrika

ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে রোহিঙ্গা শিশুর মৃত্যু বেড়ে ৪ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৩৮
ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণে রোহিঙ্গা শিশুর মৃত্যু বেড়ে ৪ 

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা চারে দাঁড়িয়েছে। 
 
আজ বুধবার সকালে হাসপাতালের পিআইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সোহেল নামে সাড়ে পাঁচ বছর বয়সী শিশুটি মারা যায়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান ওই শিশু মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটির শ্বাসনালির ৫২ শতাংশ দগ্ধ ছিল। 

এর আগে, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেদিন বিস্ফোরণে দগ্ধ পাঁচ শিশুসহ সাতজনকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক রাসেল নামে চার বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেন। 

গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় মোবাশ্বেরা (৪) ও সন্ধ্যায় রবি আলম (৫) নামে আরও দুই শিশুর মৃত্যু হয়। তিনজন এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই-অগাস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত